ঢাকা, শুক্রবার ২৯, মার্চ ২০২৪ ১৫:৫০:০২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
টাঙ্গাইলে শাড়ি তৈরিতে ব্যস্ত সময় পার করছেন তাঁতীরা রমজানের অর্ধেকেও কমেনি মাছ ও মাংসের দাম সেতু থেকে খাদে পড়ে বাসে আগুন, নিহত ৪৫ রমজানের অর্ধেকেও কমেনি মাছ ও মাংসের দাম ঈদযাত্রা: ৮ এপ্রিলের ট্রেনের টিকিট পাওয়া যাচ্ছে আজ বিশ্বে প্রতিদিন খাবার নষ্ট হয় ১০০ কোটি জনের বাসায় পর্যবেক্ষণে থাকবেন খালেদা জিয়া

গত বছর ব্রেস্ট ক্যান্সারে ৬ লাখের বেশি নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৩৫ পিএম, ৯ মার্চ ২০১৯ শনিবার

যেসব ক্যান্সারে নারীরা আক্রান্ত হতে পারেন, ব্রেস্ট ক্যান্সার তার মধ্যে অন্যতম। শুধু যে নারীরাই ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হন তা নয়, পুরুষদেরও হতে পারে এ রোগ। 

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, প্রতিবছর প্রায় ২১ লক্ষ নারী আক্রান্ত হন ব্রেস্ট ক্যান্সারে। একই সাথে ক্যান্সারজনিত নারীদের মৃত্যুর কারণ হিসেবেও শীর্ষে এই মরণব্যাধী। শুধু ২০১৮ সালেই ব্রেস্ট ক্যান্সারের কারণে ৬ লাখ ২৭ হাজার নারী মৃত্যুবরণ করেছেন।

স্বেচ্ছাসেবী সংগঠন পিংক লাইফ বাংলাদেশ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে আজ শনিবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে আয়োজিত গোলটেবিল বৈঠকে এসব তথ্য উঠে আসে।

'ব্রেস্ট ক্যান্সার: কতটা সচেতন আমরা?' শিরোনামে এ গোলটেবিল বৈঠকে অতিথি হিসেবে ছিলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, ক্যান্সার বিশেষজ্ঞ অধ্যাপক ডা. পারভীন সাহেদা, অধ্যাপক ডা. জাফর মাসুদ, অধ্যাপক ডা. সাইফ উদ্দিন আহমেদ, নির্মাতা চয়নিকা চৌধুরী, প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব সাখাওয়াত মুন, সাংবাদিক মুন্নি সাহা, ব্রেস্ট ক্যান্সার সারভাইভার সালমা সুলতানা মৌসুমী এবং বাফুফের ওমেন উইং চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শোভন আরেফ।

অনুষ্ঠানে বক্তারা ব্রেস্ট ক্যান্সার নিয়ে সরকারি-বেসরকারি পর্যায়ে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি মরণব্যাধি এই ক্যান্সার বিষয়ে সর্বস্তরে সচেতনতা সৃষ্টির বিকল্প নেই বলেও জানান তারা। 

বিশেষজ্ঞদের আলোচনায় উঠে আসে, বাংলাদেশে ব্রেস্ট ক্যান্সারের ভয়াবহতার একটি অন্যতম কারন হলো এদেশের আর্থ-সামাজিক প্রেক্ষাপট, অজ্ঞতা, লজ্জা, দ্বিধা, সংকোচ। সমাজ থেকে, পরিবার থেকে বিচ্ছিন্ন হবার ভয়ে নারীরা তাদের ব্রেস্ট ক্যান্সারের মতো মরণব্যাধীর কথা কারো কাছে প্রকাশ করেন না, এমন কি চিকিৎসকের কাছে আসতেও দ্বিধাবোধ করেন।