ঢাকা, বৃহস্পতিবার ১৮, এপ্রিল ২০২৪ ১৭:১৯:৩০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই দেশ আরও উন্নত হতো টাইমের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় বাংলাদেশের মেরিনা নান্দাইলে নারী শ্রমিককে কুপিয়ে হত্যা তীব্র গরমে জনজীবনে দুর্ভোগ, বাড়ছে জ্বর-ডায়রিয়া কারাগার থেকে সরিয়ে গৃহবন্দী অবস্থায় সুচি কৃষকরাই অর্থনীতির মূল শক্তি: স্পিকার মধ্যপ্রাচ্যের দিকে নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

ঘূর্ণিঝড় বুলবুলের তাণ্ডবে ফসলের ক্ষতি ২৬৩ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:৪৭ পিএম, ১২ নভেম্বর ২০১৯ মঙ্গলবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ঘূর্ণিঝড় বুলবুলের তাণ্ডবে উপকূলীয় ১৬ জেলার ২২ হাজার ৮৩৬ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে জানিয়ে কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেছেন, এই সব জমিতে ৭২ হাজার ২১২ টন ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে; যার আর্থিক মূল্য ২৬৩ কোটি পাঁচ লাখ টাকা।

মঙ্গলবার (১২ নভেম্বর) সচিবালয়ে সংবাদ সম্মেলনে ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে ফসলের ক্ষয়ক্ষতি প্রসঙ্গে মন্ত্রী এই তথ্য জানান।  

গত রবিবার (০৯ নভেম্বর) ভোর রাতে দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১৬ জেলার ওপর আঘাত হানে ঘূর্ণিঝড় বুলবুল। এই সব জেলা হচ্ছে- খুলনা, সাতক্ষীরা, পটুয়াখালী, বরগুনা, পিরোজপুর, বাগেরহাট, গোপালগঞ্জ, শরীয়তপুর, নড়াইল, বরিশাল, ভোলা, ঝালকাঠি, মাদারীপুর,  নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর।

কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেন, ১৬ জেলার ১০৩ উপজেলায় ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাব পড়েছে। প্রাথমিকভাবে প্রাপ্ত তথ্য মোতাবেক- আক্রান্ত ফসলি জমির পরিমাণ ২ লাখ ৮৯ হাজার ৬ হেক্টর। ক্ষতিগ্রস্ত জমির পরিমাণ ২২ হাজার ৮৩৬ হেক্টর। যা দেশের মোট ফসলী জমির ৮ শতাংশ। ক্ষতিগ্রস্ত ফসলের মধ্যে আছে- রোপা আমন, খেসারি ও পানের বরজসহ রবি শস্য ও শীতকালীন সবজি। ক্ষতিগ্রস্ত হন ৫০ হাজার ৫০৩ জন কৃষক।

মন্ত্রী বলেন, অতিরিক্ত কৃষি পুনর্বাসন কর্মসূচি বাস্তবায়নের প্রস্তুতি চলছে। অর্থ মন্ত্রণালয় থেকে বরাদ্দ প্রাপ্তির পর যথাসম্ভব দ্রুত ক্ষতিগ্রস্ত এলাকায় কৃষি পুনর্বাসন কার্যক্রম গ্রহণ করা হবে।

-জেডসি