ঢাকা, শনিবার ২০, এপ্রিল ২০২৪ ২:০৯:৪৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হাসপাতালের কার্ডিয়াক আইসিইউ পুড়ে ছাই, রক্ষা পেল ৭ শিশু সবজির বাজার চড়া, কমেনি মুরগির দাম সারা দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি কৃষক লীগ নেতাদের গণভবনের শাক-সবজি উপহার দিলেন প্রধানমন্ত্রী চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৫ ডিগ্রি, হিট এলার্ট জারি শিশু হাসপাতালের আগুন সম্পূর্ণ নিভেছে

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে করোনা ইউনিট উদ্বোধন কাল

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:০৯ পিএম, ৫ জুন ২০২০ শুক্রবার

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে করোনা ইউনিট উদ্বোধন কাল

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে করোনা ইউনিট উদ্বোধন কাল

চট্টগ্রামের বেসরকারি মা ও শিশু হাসপাতালে শনিবার বেলা ১২টায় প্রধান অতিথি হিসেবে টেলি-কনফারেন্সের মাধ্যমে করোনা ইউনিট উদ্বোধন করবেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি।
আগামী রোববার থেকে করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা শুরু হবে চট্টগ্রামের এই বেসরকারি মা ও শিশু হাসপাতালে।
হাসপাতালটির সহ-সভাপতি সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন শুক্রবার দুপুরে বাসস’কে জানান, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ আগামীকাল শনিবার টেলিকনফারেন্সের মাধ্যমে করোনা চিকিৎসা সেবা কার্যক্রম উদ্বোধন করবেন। এ সময় ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, শিক্ষা উপ-মন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এবং চট্টগ্রামের মেয়র আ জ ম নাছির উদ্দিন টেলি-কনফারেন্সে বিশেষ অতিথি হিসেবে যুক্ত থাকার কথা রয়েছে।
তিনি বলেন, আগামীকাল উদ্বোধন হলেও রোগী ভর্তি শুরু হবে রবিবার থেকে। করোনা রোগীদের চিকিৎসার জন্য চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ১০টি আইসিইউ বেডের সুবিধা ও ২০ শয্যার আইসোলেশন ওয়ার্ড প্রস্তুত করা হয়েছে।
এছাড়া, এখানে শিগগির করোনার নমুনা পরীক্ষা শুরু করা হবে বলেও জানান তিনি।