ঢাকা, শনিবার ২০, এপ্রিল ২০২৪ ২১:১৪:২৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
চট্টগ্রামে আজ শুরু উইম্যান এসএমই এক্সপো হাসপাতালের কার্ডিয়াক আইসিইউ পুড়ে ছাই, রক্ষা পেল ৭ শিশু সবজির বাজার চড়া, কমেনি মুরগির দাম সারা দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৫ ডিগ্রি, হিট এলার্ট জারি

চিনের মরুভূমিতে মমি, জানা গেল ওই জাতির উৎপত্তি

অনু সরকার | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:৫৫ এএম, ৬ নভেম্বর ২০২১ শনিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

মমিগুলোর খোঁজ মিলেছিল অনেক আগেই। মরুভূমির তপ্ত বালির ভিতর থেকে খুঁড়ে বার করা হয়েছিল একাধিক মমি। কিন্তু কোথা থেকে এসেছিল, এত দিন তা জানা যায়নি।

প্রত্নতত্ত্ববিদদের কাছে সেটি রহস্য হয়েই রয়ে গিয়েছিল। অনেকেরই ধারণা ছিল, ব্রোঞ্জ যুগের এই মানুষগুলো এক সময় পশ্চিমের দেশ থেকে অনেক কিলোমিটার পথ পেরিয়ে চিনে এসেছিলেন।

মনে করা হয়েছিল, তাদের হাত ধরেই চাষাবাদ শিখেছে ওই অঞ্চলের মানুষ। কিন্তু ডিএনএ বিশ্লেষণ করে নতুন তথ্য হাতে পেয়েছেন বিজ্ঞানীরা।

জানা গেছে, পশ্চিমের দেশ থেকে সে দেশে আসেননি তারা। বরং সে দেশেরই আদি বাসিন্দা তারা। প্রতিবেশী গোষ্ঠী থেকেই চাষাবাদ শিখেছিলেন তারা।

ডিএনএ বিশ্লেষণ করে বিজ্ঞানীরা জানতে পেরেছেন, নয় হাজার বছর আগে এশিয়ায় বসবাসকারী প্রস্তর যুগের শিকারীরাই এদের পূর্বপুরুষ।

বিশ শতকের গোড়াতে চিনের শিনচিয়ান প্রদেশে মাটি খুঁড়ে এই মমিগুলি উদ্ধার করা হয়েছিল। শিনচিয়ান প্রদেশের তাকলামাকান মরুভূমির ওই অঞ্চল এক সময় কবরস্থান হিসাবে ব্যবহার করা হত। মরুভূমির অনেকটা অংশজুড়ে ছড়িয়ে ছিল মমিগুলি।

নৌকোর মতো কাঠের তৈরি কফিনের মধ্যে কবর দেওয়া হত মৃতদেহগুলো। মরুভূমির শুষ্ক জলবায়ুতে সেগুলো প্রাকৃতিকভাবেই মমি হয়ে উঠেছে। এত বছর ধরে তাই অনেকাংশে অক্ষত রয়ে গেছে সেগুলো। চুলের রং থেকে শুরু করে পোশাকও সহজেই চিহ্নিত করা যায়।

একজন নারীর মমি উদ্ধার করে মূলত বিজ্ঞানীরা বিভ্রান্ত হয়ে গিয়েছিলেন। ওই নারীর মাথায় উলের টুপি এবং গায়েও উলের জামা ছিল। পশ্চিমি সভ্যতার মানুষেরা এমন পোশাক পরতেন। সেটি দেখেই বিজ্ঞানীরা প্রথমে অনুমান করেছিলেন, পশ্চিম থেকে এখানে এসেছিল ওই গোষ্ঠী।

সম্প্রতি মমিগুলির ডিএনএ পরীক্ষা করে বিজ্ঞানীরা দেখেছেন, পশ্চিমি মানুষের সঙ্গে তাদের জিনগত বিস্তর ফারাক রয়েছে। বরং পাঁচ হাজার বছর আগে মধ্য এশিয়ার বসবাসকারী গোষ্ঠীর মানুষের সঙ্গে অনেক মিল রয়েছে।

সেই সকল তথ্য দেখেই বিজ্ঞানীরা নিশ্চিত হয়েছেন পশ্চিম থেকে আগত অভিবাসী তারা নন। তারা চিনেরই আদি বাসিন্দা।