ঢাকা, বৃহস্পতিবার ২৮, মার্চ ২০২৪ ১৮:২৭:৫২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বিশ্বে প্রতিদিন খাবার নষ্ট হয় ১০০ কোটি জনের বাসায় পর্যবেক্ষণে থাকবেন খালেদা জিয়া ট্রেনে ঈদযাত্রা: ৭ এপ্রিলের অগ্রিম টিকিট বিক্রি শুরু গাজায় নিহত বেড়ে ৩২ হাজার ৪৯০ অ্যানেস্থেসিয়ার ওষুধ বদলানোর নির্দেশ স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঈদ কেনাকাটায় ক্রেতা বাড়ছে ব্র্যান্ড শপে বাঁচানো গেল না সোনিয়াকেও, শেষ হয়ে গেল পুরো পরিবার

চুলের রুক্ষতা দূর করতে

ফিচার ডেস্ক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ১২:১৬ এএম, ১৪ সেপ্টেম্বর ২০১৮ শুক্রবার

মডেল : আলফী আলমগীর আকসা

মডেল : আলফী আলমগীর আকসা

 

ফাল্গুনী মাতাল হাওয়ায় খোলা চুলে ঘুরে বেড়াতে কার না ইচ্ছে করে। তবে খোলা চুলে ঘুরে বেড়ানোর ঝক্কিটাও তো কম নয়! এই আবহাওয়ায় ধুলাময়লা জমে চুল রুক্ষ ও নিষ্প্রাণ হয়ে পড়ার ভয় তো আছেই। তার ওপর রিবন্ডিং, হেয়ার কালারসহ নানারকম প্রসাধন ব্যবহারেও অনেকের চুল রুক্ষ ও নিষ্প্রাণ হয়ে পড়ে। চুলের এই রুক্ষতা দূর করতে চাই নিয়মিত যত্ন।

এ প্রসঙ্গে গীতিস বিউটি পার্লারের স্বত্বাধিকারী ও রূপ বিশেষজ্ঞ গীতিবিল্লাহ বলেন, ‘চুলে ধুলাময়লা আটকে থাকলে চুল খুব সহজেই রাফ ও ড্রাই হয়ে ওঠে। তাই বাইরে থেকে ফিরে প্রতিদিন চুল শ্যাম্পু করে ফেলতে হবে। চুলের ধরন অনুযায়ী শ্যাম্পু বেছে নিন। শুষ্ক, তৈলাক্ত, স্বাভাবিক প্রত্যেক প্রকার চুলের জন্য বাজারে আলাদা আলাদা শ্যাম্পু পাওয়া যায়।

শ্যাম্পু করার আগে মোটা দাঁতের চিরুনি দিয়ে চুলটা ভালো করে আঁচড়ে নিন। এতে চুলের জট খুলবে, খুশকি আলগা হয়ে যাবে এবং চুল পরিষ্কার হবে। এরপর শ্যাম্পু করে চুলে কন্ডিশনার ব্যবহার করে চুল ধুয়ে ফেলুন।’

শ্যাম্পু করার পাশাপাশি সপ্তাহে তিন দিন চুল ভিনেগার মেশানো পানিতে ধুয়ে ফেলারও পরামর্শ দিলেন গীতিবিল্লাহ। তিনি বলেন, ‘ভিনেগার চুল পরিষ্কার করার পাশাপাশি চুলে উজ্জ্বলতা আনে। চুল ধোয়ার পর এক মগ পানিতে কয়েক ফোঁটা ভিনেগার মিশিয়ে নিন। এরপর সেই ভিনেগার মিশ্রিত পানি দিয়ে চুল ধুয়ে ফেলুন।’

চলুন জেনে নেওয়া যাক চুলের রুক্ষতা দূর করতে আরও কিছু ঘরোয়া পরিচর্যা সম্পর্কে...

তেলে তাজা চুল

বিভিন্ন ধরনের হেয়ার স্টাইল করতে আমরা হেয়ার ড্রায়ার, জেল, আয়রনসহ নানা ধরনের হেয়ার প্রডাক্ট ব্যবহার করে থাকি। এসব হেয়ার প্রডাক্ট চুল সাময়িকভাবে সুন্দর করলেও পরবর্তী সময়ে চুল রুক্ষ, ভঙ্গুর ও নিষ্প্রাণ করে ফেলে। এ ধরনের চুলের যত্নে তেল খুব উপকারী। একদিন অন্তর অলিভ অয়েল বা নারকেল তেলের সঙ্গে ক্যাস্টর অয়েল মিশিয়ে গরম করে পুরো চুলে ও স্ক্যাল্পে লাগিয়ে রাখুন। আধা ঘণ্টা পর গরম পানিতে টাওয়েল ভিজিয়ে চুলে পেঁচিয়ে রাখুন। ১৫ মিনিট পর ভেষজ শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে কন্ডিশনিং করুন।

অলিভ অয়েলে নরম ও ঝলমলে চুল

চুলের রুক্ষতা দূর করে চুলকে নরম ও প্রাণবন্ত করতে ব্যবহার করতে পারেন অলিভ অয়েল। এটি চুলে কন্ডিশনারেরও কাজ করে। চুলে অলিভ অয়েল মেখে তোয়ালে দিয়ে পেঁচিয়ে রাখুন ৪৫ মিনিট। এরপর শ্যাম্পু করে ধুয়ে ফেলুন। চুলের রুক্ষতা খুব সহজেই দূর হবে এবং চুল ঝলমলে হয়ে উঠবে।’

পাকা কলায় প্রাণবন্ত চুল

নারকেল তেল, ক্যাস্টর অয়েল, গ্লিসারিন, ভিনেগার, মধু সবগুলো উপাদান এক চা-চামচ করে একসঙ্গে মিশিয়ে তার সঙ্গে একটি পাকা কলা ভালোভাবে মিশিয়ে নিন। এবার মিশ্রণটি চুলে এক ঘণ্টা লাগিয়ে রাখুন। এরপর চুল শ্যাম্পু করে কন্ডিশনার লাগিয়ে নিন। চুলের রুক্ষতা দূর হওয়ার পাশাপাশি চুল হয়ে উঠবে প্রাণবন্ত।

অ্যালোভেরায় উজ্জ্বল চুল

১ কাপ টকদই, ১ টেবিল চামচ নারকেল তেল ও ৩ টেবিল চামচ অ্যালোভেরা জেল ভালো করে মিশিয়ে চুলে লাগিয়ে ১৫ মিনিট পর চুল শ্যাম্পু করে ধুয়ে ফেলুন। চুলের রুক্ষতা দূর হবে। চুল প্রাণবন্ত হয়ে উঠবে।

আরও যা করতে পারেন...

শ্যাম্পু কেনার সময় ময়েশ্চারাইজার ও ভিটামিন ই-সমৃদ্ধ শ্যাম্পু বেছে নিন।
অতিরিক্ত শুষ্ক চুলে সপ্তাহে একবার অন্তর হট অয়েল ম্যাসাজ জরুরি।


চুল রিবন্ডিং করলে মাসে একবার ডিপ কন্ডিশনিং ও প্রোটিন ট্রিটমেন্ট করুন।