ঢাকা, বৃহস্পতিবার ২৮, মার্চ ২০২৪ ১৮:৩৯:২৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বিশ্বে প্রতিদিন খাবার নষ্ট হয় ১০০ কোটি জনের বাসায় পর্যবেক্ষণে থাকবেন খালেদা জিয়া ট্রেনে ঈদযাত্রা: ৭ এপ্রিলের অগ্রিম টিকিট বিক্রি শুরু গাজায় নিহত বেড়ে ৩২ হাজার ৪৯০ অ্যানেস্থেসিয়ার ওষুধ বদলানোর নির্দেশ স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঈদ কেনাকাটায় ক্রেতা বাড়ছে ব্র্যান্ড শপে বাঁচানো গেল না সোনিয়াকেও, শেষ হয়ে গেল পুরো পরিবার

জেনে নিন চাকরি পাওয়ার সহজ উপায়

চাকরি ডেস্ক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৩:৪৫ পিএম, ৬ জুলাই ২০১৮ শুক্রবার

প্রতিযোগিতার বাজারে নিজের অস্তিত্ব বজায় রাখা কঠিন কাজ৷ প্রয়োজন সঠিক পরিকল্পনার৷ প্রত্যেকেই  প্রতি সময় কিছু পরিকল্পনা বানান৷ লক্ষ্য পূরণের প্রস্তুতি নেন৷ সেই তালিকায় যদি নতুন চাকরির পরিকল্পনা থাকে৷ তবে, এটাই সঠিক সময় নিজেকে পরিণত করার৷

 

সেই জন্য সবসময় প্রতিষ্ঠানের প্রয়োজন এমন ধারণা কিন্তু ভুল৷ এক্ষেত্রে, প্রযুক্তির সাহায্য নিন৷ অনেক ধরণের সাইট রয়েছে যা আপনাকে সঠিক পথের সন্ধান দিতে পারে৷



কয়েকটি পদক্ষেপ, যা আপনাকে এগিয়ে রাখবে-


১) একটি নতুন ভাষা শিখুন৷ ২০১০ সালের এক সার্ভেতে দেখা গিয়েছে মাত্র ১৮ শতাংশ আমেরিকান মাতৃভাষা ছাড়া অন্যান্য ভাষা জানেন৷ নতুন একটি ভাষা শেখার মাধ্যমে অন্যান্য প্রতিযোগীদের থেকে নিজেকে এগিয়ে রাখতে পারেন, আরও একধাপ৷ এখন প্রশ্ন কোথায় শিখবেন? চিন্তার কারণ নেই৷ প্রযুক্তির সহয়তায় সারা বিশ্ব এখন আপনার হাতের মুঠোয়৷ বিভিন্ন ধরণের অনলাইন কোর্স রয়েছে৷ যেগুলির মাধ্যমে নিজের দখলে আনতে পারেন আরও একটি ভাষাকে৷

 

২) বিজনেস্ এবং মার্কেটিং স্কিলকে শানিয়ে নিন৷ বাণিজ্যিক চিন্তাভাবনাকে মজবুত ও সঠিক দিক দিতে সাহায্য নিন অনলাইন বিসনেস কোর্সগুলির৷ শুধুমাত্র কাজের জায়গায় নয়, ব্যাক্তিগত জীবনেও অনেকভাবে সহয়তা করবে কোর্সগুলি৷

 

৩) নতুন কিছু কোড শিখুন৷ যা ভবিষ্যৎ ইন্টারভিউগুলিতে সুযোগ বাড়াবে৷ নিজেকে যদি ডেভালপারের পদে দেখতে চান তবে, এটাই সঠিক সময়৷ নানা ধরণের অনলাইন সাইট রয়েছে৷ যেমন Codecademy.com৷ যেখান থেকে বিনামূল্যে ৬ টি পোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে পারেন৷

 

৪) মার্কেটে জেটা সায়েন্সের বেশ চল রয়েছে৷ তাই, ডেটা সায়েন্সের বাজারে নিজের জায়গা বানানোর জন্য আজই শুরু করুন প্রস্তুতিপর্ব৷ এক্ষেত্রে, অনলাইন সাইট বা ইউনির্ভাসিটিগুলির পেশাদারদের পরামর্শ গ্রহণ করতে পারেন৷