ঢাকা, বৃহস্পতিবার ২৮, মার্চ ২০২৪ ২০:৫৭:৩৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বিশ্বে প্রতিদিন খাবার নষ্ট হয় ১০০ কোটি জনের বাসায় পর্যবেক্ষণে থাকবেন খালেদা জিয়া ট্রেনে ঈদযাত্রা: ৭ এপ্রিলের অগ্রিম টিকিট বিক্রি শুরু গাজায় নিহত বেড়ে ৩২ হাজার ৪৯০ অ্যানেস্থেসিয়ার ওষুধ বদলানোর নির্দেশ স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঈদ কেনাকাটায় ক্রেতা বাড়ছে ব্র্যান্ড শপে বাঁচানো গেল না সোনিয়াকেও, শেষ হয়ে গেল পুরো পরিবার

টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ সাংবাদিকরা

মিডিয়া ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:০০ পিএম, ১২ ডিসেম্বর ২০১৮ বুধবার

মারিয়া রেসা। ছবি : সংগৃহীত

মারিয়া রেসা। ছবি : সংগৃহীত

সাংবাদিকতা করতে গিয়ে খুন হয়েছেন কিংবা জেলে গিয়েছেন এমন বেশ কিছু আলোচিত সাংবাদিককে ‘পারসন অব দ্য ইয়ার-২০১৮’‌ ঘোষণা করেছে টাইম ম্যাগাজিন। মঙ্গলবার তালিকাটি প্রকাশ করা হয়। এবারের সংখ্যার শিরোনাম দেওয়া হয়েছে ‘সত্যের লড়াই’।

 

২০১৮ সালের আলোচিতদের মধ্যে যেমন রয়েছেন সৌদি আরবের নিহত সাংবাদিক জামাল খাশুগজি, তেমনি রয়েছেন মিয়ানমারে দণ্ডিত রয়টার্সের দুই সাংবাদিক ওয়া  লোক ও কিয়াও মো ওকে। এমন কি রয়েছেন ফিলিপিন্সের সাংবাদিক মারিয়া রেসা।


  
 সিএনএনের সাবেক কর্মকর্তা মারিয়া রেসা ২০১২ সালে 'র‍্যাপলার' নিউজসাইট চালু করেন। সেখানে ফিলিপাইনের প্রেসিডেন্ট রড্রিগো দুতার্তের সমালোচনা করে সংবাদ প্রতিবেদন প্রকাশ করেন তিনি। এরপর থেকেই তাকে 'ব্যাপক ভাবে আইনি হয়রানী' করা শুরু করে দুতার্তের বিচার বিভাগ।

 

গত মাসে কর ফাঁকির মামলায় অভিযুক্ত এই নারী সাংবাদিক দেশটির প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তের আক্রোশের শিকার বলে মনে করা হয়।

 

মারিয়া রেসা সিএনএনকে বলেন, সাংবাদিক হওয়ার জন্য এখন সময়টা বড়ই কঠিন। তবে আমাদের সাহস হারালে চলবে না। সাহসের সঙ্গে সামনের পথে এগিয়ে যেতে হবে। আমাদের শক্তির জায়গা এটাই যে সাংবাদিক হওয়ার জন্য সহজ সময় আসলে কখনও আসে না।


যৌন হয়রানির ‍বিরুদ্ধে মুখ খোলার সাহসী ভূমিকা রেখেছেন যে নারীরা, ২০১৭ সালে সেরা আলোচিত ছিলেন তারা।

 

টাইমের প্রধান সম্পাদক এডওয়ার্ড ফেলসেনথল এবারের আলোচিত নির্বাচনের বিষয়ে লিখেছেন, সত্য প্রকাশে জীবনের ঝুঁকি নিয়ে, মুক্তমত প্রকাশের জন্য নির্ভিকভাবে সরব থেকে এই ‘গার্ডিয়ান’রা এবারের ‘পারসন অব দ্য ইয়ার। পছন্দের এই ব্যক্তিদের দিকে তাকালে স্পষ্ট দেখা যাবে যে সত্য চাপিয়ে রাখা পুরো বছরই নিয়মিত ঘটনা হয়ে থেকেছে।