ঢাকা, মঙ্গলবার ১৯, মার্চ ২০২৪ ৯:৩২:২০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীর আলোচনা সভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী গাজীপুরে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ আরো শিশুসহ ৪ জনের মৃত্যু তিনদিনের সফরে সুইডেনের রাজকন্যা ঢাকায় অবন্তিকার আত্মহত্যা, তদন্ত কমিটির প্রথম সভা আজ গাজীপুরে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ আরও দুজনের মৃত্যু শিশু শিক্ষার বিকাশে প্রাথমিক শিক্ষাকে জাতীয়করণ করেন বঙ্গবন্ধু ধানমন্ডিতে জাতির পিতার প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ড. কালাম স্মৃতি অ্যাওয়ার্ডস পাচ্ছেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৪৮ পিএম, ১৫ সেপ্টেম্বর ২০১৯ রবিবার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘ড. কালাম স্মৃতি ইন্টারন্যাশনাল এক্সেলেন্স অ্যাওয়ার্ডস-২০১৯’-এর জন্য মনোনিত হয়েছেন। ভারতের সাবেক প্রেসিডেন্ট ও বিশিষ্ট বিজ্ঞানী ড. এপিজে আব্দুল কালামের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে পদকটি চালু করা হয়।

আজ রোববার প্রধানমন্ত্রী কার্যালয়ে প্রেস উইং সূত্রে বলা হয়েছে, ‘রাজধানীতে আগামীকাল সোমবার প্রধানমন্ত্রীর কাছে পদকটি হস্তান্তর করা হবে।’

ড. কালাম স্মৃতি আন্তর্জাতিক এডভাইসোরি কমিটি শেখ হাসিনাকে এই পদকের জন্য মনোনিত করে। বাংলাদেশ ও ভারতের মধ্যে ঐতিহাসিক সম্পর্ক গড়ে তোলার জন্য তাঁর অসামান্য অবদান, জনকল্যাণ বিশেষত নারী ও শিশুদের কল্যাণে বিশেষ অবদান রাখা এবং আন্তর্জাতিক শান্তি ও সহযোগিতার জন্য তাঁকে এই স্বীকৃতি দেয়া হয়েছে।

সূত্র: বাসস