ঢাকা, শুক্রবার ১৯, এপ্রিল ২০২৪ ১২:৩৪:২৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মানুষ এখন ডাল-ভাত নয়, মাছ-মাংস নিয়ে চিন্তা করে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১০ কিলোমিটার এলাকাজুড়ে যানজট তীব্র তাপপ্রবাহ, সতর্ক থাকতে মাইকিং ভারতের লোকসভা নির্বাচনের প্রথম ধাপ আজ শুরু জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই দেশ আরও উন্নত হতো টাইমের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় বাংলাদেশের মেরিনা

তিন মাসে ১৭৭ ধর্ষণ, হত্যা ১০৭

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:০৭ এএম, ২৩ মে ২০১৯ বৃহস্পতিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩১ মার্চ পর্যন্ত তিন মাসে সারাদেশে ১৭৭টি ধর্ষণের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ‘আমরাই পারি’ (উই ক্যান) নামে পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট।

বুধবার গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংগঠনটি। তিন মাসে পত্রপত্রিকায় প্রকাশিত খবরের ভিত্তিতে তৈরি জরিপ প্রতিবেদনের তথ্য তুলে ধরেছে তারা।

জরিপ প্রতিবেদনে বলা হয়, জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত ধর্ষণের শিকার হয়েছে ১৭৭ জন। এছাড়া হত্যা ১০৭টি, আত্মহত্যা ২৩টি, যৌন হয়রানি ২৯টি, বাল্য বিবাহ ২৬টি, পারিবারিক নির্যাতন চারটি, শিশু নির্যাতন চারটি, এসিড সন্ত্রাসের ঘটনা ছয়টি, অপহরণ ছয়টি এবং অন্যান্য ঘটনা ৫৬টিসহ মোট ৪৪২টি ঘটনা ঘটেছে। ধর্ষণের ঘটনা সবেচেয়ে বেশি ঘটেছে শিশুর প্রতি। এই সংখ্যা ৮৬টি। এছাড়া, সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে ৩৪টি।

বিভাগভিত্তিক পরিসংখ্যানে ঢাকায় নির্যাতনের সংখ্যা বেশি। তিন মাসে ঢাকায় ২০৯টি, চট্টগ্রামে ৫৩টি, বরিশালে ৪৯টি, রাজশাহীতে ৩৭টি, খুলনাতে ৩৩টি, রংপুরে ২৪টি, ময়মনসিংহে ২০টি এবং সিলেটে ১৮টি নির্যাতনের ঘটনা ঘটেছে।

এতে আরও বলা হয়, নির্যাতনের ১১৮টি ঘটনা পরিবারের মধ্যে হয়েছে। এছাড়া কর্মক্ষেত্রে পাঁচটি, শিক্ষা প্রতিষ্ঠানে ১৮টি, গণপরিবহনে পাঁচটি, পাবলিক এলাকায় পাঁচটি, হোটেলে চারটি, অনুল্লিখিত জায়গা ১৮টি, প্রতিবেশীর দ্বারা ৪৪টি এবং অন্যান্য ২২৫টি পরিসরে নির্যাতনের ঘটনা ঘটেছে।

-জেডসি