ঢাকা, বৃহস্পতিবার ২৫, এপ্রিল ২০২৪ ৫:৩৪:০৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
যুক্তরাষ্ট্রে টিকটক নিষিদ্ধ করার বিল সিনেটে পাস ২৪ ঘণ্টার ব্যবধানে ফের কমল স্বর্ণের দাম মক্কা ও মদিনায় তুমুল বৃষ্টির শঙ্কা খালেদার গ্যাটকো মামলায় চার্জগঠনের শুনানি পেছাল কুড়িগ্রামে তাপদাহ: বৃষ্টির জন্য নামাজ আদায় থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা

তিন সপ্তাহের মধ্যে নতুন সরকার গঠন করবেন জেসিন্ডা

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৪৬ এএম, ১৯ অক্টোবর ২০২০ সোমবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

আগামী তিন সপ্তাহের মধ্যে আবারো সরকার গঠন করতে যাচ্ছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডার্ন। বিপুল ভোটে দ্বিতীয়বারের মতো নির্বাচিত হওয়ার পর রোববার সংবাদ সম্মেলনে এমনটি জানান জেসিন্ডা।

সংবাদ সম্মেলনে জেসিন্ডা বলেন, চূড়ান্ত ফল বের হতে আরো তিন সপ্তাহ সময় লাগবে। আমার প্রত্যাশা এই সময়ের মধ্যে আমরা সরকার গঠন করতে পারব। তবে জেসিন্ডার দল লেবার পার্টি এককভাবে সরকার গঠন করবে নাকি একাধিক দল নিয়ে কোয়ালিশন সরকার গঠিত হবে, সেই বিষয়ে সংবাদ সম্মেলনে কিছু বলা হয়নি।

জেসিন্ডা আর্ডার্নের লেবার পার্টি মোট ভোটের ৪৯ শতাংশ এবং প্রতিদ্বন্দ্বী প্রধান বিরোধী দল কনজারভেটিভ ন্যাশনাল পার্টি পেয়েছে ২৭ শতাংশ ভোট। অর্থাৎ দেশটির ১২০ আসনের মধ্যে এরইমধ্যে ৬৪ আসনে জয় পেয়েছে লেবার পার্টি। আরও ভোট গণনা বাকি রয়েছে।

উল্লেখ্য, ১৯৯৬ সালে দেশটিতে মিশ্র সদস্য আনুপাতিক প্রতিনিধিত্ব (এমএমপি) ব্যবস্থা চালুর পর এখন পর্যন্ত কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। তবে এ ধারণা ভুল প্রমাণ করেছে জেসিন্ডা আর্ডার্নের লেবার পার্টি। এমএমপি ব্যবস্থা চালুর পর এখন পর্যন্ত সবচেয়ে বেশি আসন পেয়ে তাক লাগিয়ে দিয়েছে দলটি। ফলে এবারই প্রথমবারের মতো একক দলের সরকার গঠন করতে পারবেন জেসিন্ডা আর্ডার্ন।

তবে জেসিন্ডার এমন জয়ের বিষয়ে বিশ্লেষকরা বলছেন, করোনাভাইরাস মোকাবেলায় সাফল্য, ক্রাইস্টচার্চের মসজিদে হামলার পর হতাহতদের পাশে থাকাসহ বিভিন্ন ঘটনায় নাগরিকদের মানসিকতা বুঝে ব্যবস্থা নেয়ার ফলে ভোটারদের সমর্থন আদায় করতে সক্ষম হয়েছেন তিনি।সূত্র: বিবিসি ও রয়টার্স

-জেডসি