ঢাকা, শুক্রবার ২৯, মার্চ ২০২৪ ০:১৫:৫৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বিশ্বে প্রতিদিন খাবার নষ্ট হয় ১০০ কোটি জনের বাসায় পর্যবেক্ষণে থাকবেন খালেদা জিয়া ট্রেনে ঈদযাত্রা: ৭ এপ্রিলের অগ্রিম টিকিট বিক্রি শুরু গাজায় নিহত বেড়ে ৩২ হাজার ৪৯০ অ্যানেস্থেসিয়ার ওষুধ বদলানোর নির্দেশ স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঈদ কেনাকাটায় ক্রেতা বাড়ছে ব্র্যান্ড শপে বাঁচানো গেল না সোনিয়াকেও, শেষ হয়ে গেল পুরো পরিবার

তেলেগুর পর ঢালিউডে প্রথমবার প্রধান চরিত্রে মেঘলা

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:৫৫ পিএম, ৮ জুন ২০২১ মঙ্গলবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

ঢাকাই সিনেমায় প্রথমবারের মতো প্রধান নায়িকার ভূমিকায় অভিনয় করলেন অভিনেত্রী মেঘলা মুক্তা। ছবির নাম ‘পায়ের ছাপ’। এটি পরিচালনা করেছেন সাইফুল ইসলাম মান্নু, প্রযোজনা করেছেন ইমপ্রেস টেলিফিল্ম। সম্প্রতি ছবিটির শুটিং শেষ হয়েছে। বর্তমানে সেটি সম্পাদনার টেবিলে রয়েছে।

‘পায়ের ছাপ’ একটি নারীকেন্দ্রীক চলচ্চিত্র। এখানে একজন নারীর সংগ্রাম ও সফলতার গল্প দেখানো হয়েছে। সেই নারীর চরিত্রেই অভিনয় করেছেন মেঘলা মুক্তা। তিনি বলেন, ‘আমার ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট হবে এই সিনেমা। কারণ, এই প্রথমবার একেবারে ভিন্ন এক চরিত্রে অভিনয় করেছি।’

মেঘলা আরও বলেন, ‘বাংলাদেশি সিনেমায় এবারই প্রধম প্রধান চরিত্রে কাজ করলাম! ছবির শুটিংও শেষ করলাম গত ৩০ মে। সিনেমাটিতে কাজ করার অভিজ্ঞতা ছিল অসাধারণ। পরিচালক-সহকর্মীসহ সবার সহযোগিতা পেয়েছি। এ জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।’

‘পায়ের ছাপ’-এ মেঘলার সহশিল্পীরা হলেন মায়মুনা ইসলাম মেধা, প্রাণ রায়, দীপা খন্দকার, রাজীব সালেহীন, মোমেনা চৌধুরী, দীপান্বিতা মার্টিন, সাবেরী আলম, আল মামুন, শিল্পী সরকার অপু, করভী মিজান, সাহানা সুমি, মৌসুমী, নরেশ ভুঁইয়া, আজহারুল হক আদিল, তুষার খানসহ অনেকে।

বাংলাদেশের কয়েকটি ছবিতে ছোট কয়েকটি চরিত্রে অভিনয় করেছেন মেঘলা মুক্তা। অনেকের মতে, সবদিক থেকে যোগ্য হওয়ার পরও দেশের চলচ্চিত্রে উঠতি এই নায়িকার মূল্যায়ন সেভাবে হয়নি। ‘আমি শুধু চেয়েছি তোমায়’, ‘পাষাণ’ ও ‘নবাব’ ছবিগুলোতে ছোট চরিত্রে অভিনয় করেছেন তিনি। ২০১৯ সালের ১ ফেব্রুয়ারি এই মেঘলার অভিষেক হয় তেলেগু ছবির প্রধান নায়িকা হিসেবে। ‘সাকালাকালা ভাল্লাভুডু’ নামের সেই ছবিটি ভারতের অন্ধ্র প্রদেশ, কর্ণাটক, কেরালা, তেলেঙ্গানা ও তামিলনাড়ুর ১৬৮ প্রেক্ষাগৃহে মুক্তি পায়। বাহুবলীর এলাকায় মুক্তি পাওয়া প্রথম সিনেমা দিয়ে সবার প্রশংসা কুড়ান বাংলাদেশের মেঘলা। দুই বছর পর এবার তিনি নিজের দেশের সিনেমার প্রধান চরিত্রে। এখন অপেক্ষা, কবে সিনেমাটি মুক্তি পাবে।

-জেডসি