ঢাকা, বৃহস্পতিবার ২৫, এপ্রিল ২০২৪ ১৫:২৪:৫৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
যুদ্ধ কোনো সমাধান দিতে পারে না, এটা বন্ধ হওয়া উচিত: প্রধানমন্ত্রী ফেসবুকে পোস্ট দিয়ে সন্তানকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন মা আরও ৩ দিন হিট অ্যালার্ট জারি যুক্তরাষ্ট্রে টিকটক নিষিদ্ধ করার বিল সিনেটে পাস

দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিত মারা গেছেন

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:৫২ পিএম, ২০ জুলাই ২০১৯ শনিবার

শীলা দীক্ষিত

শীলা দীক্ষিত

দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেত্রী শীলা দীক্ষিত মারা গেছেন। বার্ধক্যজনিত অসুস্থতার কারণে সম্প্রতি দিল্লির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাকে। আজ শনিবার দুপুরে হৃদরোগে আক্রান্ত হয়ে সেখানেই শেষ নিঃস্বাস ত্যাগ করেন তিনি। ৮১ বছর বয়স হয়েছিল তাঁর।

এ বছর জানুয়ারি মাসে দিল্লি কংগ্রেসের দায়িত্ব গ্রহণ করেন শীলা দীক্ষিত। তাঁর মৃত্যুতে দলের তরফে থেকে শোকপ্রকাশ করা হয়। তাদের টুইটার হ্যান্ডলে লেখা হয়, ‘শীলা দীক্ষিতের প্রয়ানে আমরা শোকাহত। আজীবন কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। তিন-তিনবার মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়ে দিল্লির ভোলই পাল্টে দিয়েছিলেন তিনি। তাঁর পরিবার এবং বন্ধুবান্ধবদের সমবেদনা জানাই।’

কংগ্রেস সূত্রে জানা গেছে, দিল্লির নিজামুদ্দিনের বাসভবনেই শীলা দীক্ষিতের দেহ রাখা হবে, যাতে সেখানে গিয়ে তাঁকে শ্রদ্ধা জানাতে পারেন সমর্থকরা। রোববার দুপুর আড়াইটে নাগাদ নিগম বোঝ ঘাটে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।

এই নেত্রীর মৃত্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইটারে লেখেন, ‘শীলা দীক্ষিতজির প্রয়াণে শোকস্তব্ধ। প্রাণবন্ত এবং অমায়িক ব্যক্তিত্বের জন্য পরিচিত ছিলেন উনি। দিল্লির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। ওঁর পরিবার এবং সমর্থকদের সমবেদনা জানাই।’

রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ টুইটারে লেখেন, ‘তাঁর হাতেই দিল্লির ভোল পাল্টে যায়। তার জন্য চিরদিন মানুষ তাঁকে মনে রাখবেন। পরিবার এবং সহযোগীদের সমবেদনা জানাই।’

শোকপ্রকাশ করে রাহুল গান্ধী টুইটারে লেখেন, ‘কংগ্রেসের স্নেহভাজন কন্যা, ব্যক্তিগত ভাবে যাঁর ঘনিষ্ঠ ছিলাম, সেই শীলা দীক্ষিতজির প্রয়াণে বিধ্বস্ত আমি। তিন দফায় দিল্লির মুখ্যমন্ত্রী থাকাকালীন নিঃস্বার্থ ভাবে কাজ করে গিয়েছেন। তাঁর পরিবার এবং দিল্লিবাসীকে সমবেদনা জানাই।’

১৯৯৮ থেকে ২০১৩ পর্যন্ত লাগাতার তিন দফায় দিল্লির মুখ্যমন্ত্রী ছিলেন শীলা দীক্ষিত। তাঁকে পরাজিত করেই দিল্লির মসনদে আসেন আম আদমি পার্টির (আপ) অরবিন্দ কেজরীবাল।

শীলা দীক্ষিতের প্রয়াণে তিনি টুইটারে লেখেন, ‘এইমাত্র শীলা দীক্ষিতজির চলে যাওয়ার খবর পেলাম। দিল্লির অনেক বড় ক্ষতি হয়ে গেল। দিল্লির উন্নতিতে তাঁর অবদান চিরকাল মনে থাকবে। তাঁর পরিবারকে সমবেদনা জানাই। তাঁর আত্মার শান্তি কামনা করি।’

১৯৯৮ থেকে ২০১৩-দীর্ঘ ১৫ বছর ধরে তিন দফায় দিল্লির মুখ্যমন্ত্রী ছিলেন শীলা দীক্ষিত। তাঁর আমলেই আমূল পাল্টে যায় রাজধানীর পরিকাঠামো। সড়ক এবং উড়ালপুল নির্মাণে বিশেষ গুরুত্ব দেন তিনি। রাশ টানেন পরিবেশ দূষণে। সাধারণ মানুষের কাছে স্বাস্থ্য এবং শিক্ষা ব্যবস্থাকেও সহজলভ্য করে তোলেন।

স্বাধীনতা সংগ্রামী তথা ইন্দিরা গান্ধী সরকারের প্রাক্তন মন্ত্রী উমাশঙ্কর দীক্ষিতের পুত্রবধূ শীলা দীক্ষিত। তাঁর ছেলে সন্দীপ দীক্ষিতও কংগ্রেস নেতা। বরাবরই গান্ধী পরিবারের ঘনিষ্ঠ ছিলেন তিনি। শীলা দীক্ষিতের ছেলে সন্দীপ দীক্ষিতও কংগ্রেসের সদস্য। ইউপিএ-২ আমলে পূর্ব দিল্লি থেকে সাংসদ নির্বাচিত হন তিনি।