ঢাকা, শুক্রবার ২৯, মার্চ ২০২৪ ২০:৩৭:৪৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
টাঙ্গাইলে শাড়ি তৈরিতে ব্যস্ত সময় পার করছেন তাঁতীরা রমজানের অর্ধেকেও কমেনি মাছ ও মাংসের দাম সেতু থেকে খাদে পড়ে বাসে আগুন, নিহত ৪৫ রমজানের অর্ধেকেও কমেনি মাছ ও মাংসের দাম ঈদযাত্রা: ৮ এপ্রিলের ট্রেনের টিকিট পাওয়া যাচ্ছে আজ বিশ্বে প্রতিদিন খাবার নষ্ট হয় ১০০ কোটি জনের বাসায় পর্যবেক্ষণে থাকবেন খালেদা জিয়া

দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:৩৮ পিএম, ৮ জানুয়ারি ২০১৯ মঙ্গলবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

কুষ্টিয়া সদর উপজেলায় কুল কুড়াতে গিয়ে নির্মাণাধীন ভবনের দেয়াল চাপায় লিজা ও মরিয়ম নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।  

গতকাল সোমবার বিকেল সাড়ে পাঁচটায় সদর উপজেলার মনোহরদিয়া ইউনিয়নের গঙ্গাবরকান্দি গ্রামে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। লিজা গ্রামের ইমারুল হকের মেয়ে আর মরিয়ম প্রতিবেশী মৃত মশিউর রহমানের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সন্ধ্যার কিছু সময় আগে লিজা বড় বোনের সঙ্গে কুল বা বরইগাছতলায় যায়। এ সময় তাদের সঙ্গে মরিয়মও ছিল। বড় বোন বরইগাছসংলগ্ন প্রতিবেশী ফজলুর রহমানের নির্মাণাধীন ভবনের দেয়ালের ওপর ওঠে। ছয় থেকে থেকে ফুট উঁচু নির্মাণাধীন বাড়ির দেয়ালে বসেই সে গাছ থেকে বরই পাড়ছিল। এ সময় নিচে দাঁড়িয়ে লিজা ও মরিয়ম বরই কুড়াচ্ছিল। হঠাৎ করেই নির্মাণাধীন ভবনের দেয়ালটি ভেঙে লিজা ও মরিয়মের ওপর পড়ে। এতে চাপা পড়ে লিজা ঘটনাস্থলেই মারা যায়। হাসপাতালে নেওয়ার পথে মরিয়ম মারা যায়।

গঙ্গাবরকান্দি গ্রামের ইউপি সদস্য সেলিম রেজা বলেন, মরিয়মের বাবা মশিউর (৩০) চার মাস আগে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা যান। মশিউরের স্ত্রী শিল্পী খাতুন একমাত্র মেয়েকে নিয়ে বাড়িতে থাকতেন। এবার মেয়েটাও চলে গেল। আজ মঙ্গলবার সকালে দুই শিশুকে দাফন করা হয়।

ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ বলেন, দুই পরিবার থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের ব্যবস্থা করা হয়েছে।

-জেডসি