ঢাকা, শুক্রবার ২৯, মার্চ ২০২৪ ১৪:১৩:০২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
টাঙ্গাইলে শাড়ি তৈরিতে ব্যস্ত সময় পার করছেন তাঁতীরা রমজানের অর্ধেকেও কমেনি মাছ ও মাংসের দাম সেতু থেকে খাদে পড়ে বাসে আগুন, নিহত ৪৫ রমজানের অর্ধেকেও কমেনি মাছ ও মাংসের দাম ঈদযাত্রা: ৮ এপ্রিলের ট্রেনের টিকিট পাওয়া যাচ্ছে আজ বিশ্বে প্রতিদিন খাবার নষ্ট হয় ১০০ কোটি জনের বাসায় পর্যবেক্ষণে থাকবেন খালেদা জিয়া

দেশে টিকা গ্রহণকারীর সংখ্যা ছাড়াল ৩১ লাখ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:১০ পিএম, ১ মার্চ ২০২১ সোমবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

দেশে গত ২৪ ঘণ্টায় টিকা গ্রহণ করেছেন এক লাখ ২৫ হাজার ৭৫২জন টিকা নিয়েছেন। তাদের মধ্যে পুরুষ ৭৫ হাজার ১৫৫ ও নারী ৫০ হাজার ৫৯৭ জন। এরমধ্যে ২২ জনের শরীরে টিকার পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছে।

রোববার স্বাস্থ্য অধিদফতরের পরিচালক এমআইএস ও লাইন ডিরেক্টর এইচআইএস অ্যান্ড ই-হেলথ অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার পর্যন্ত ৪৩ লাখ ১১ হাজার ৭০৮ জন নিবন্ধন করেছেন। নিবন্ধনকারীদের মধ্যে এ পর্যন্ত টিকাগ্রহণ করেছেন ৩১ লাখ ১০ হাজার ৫২৫ জন। এর মধ্যে পুরুষ ২০ লাখ ১২ হাজার ১৮১ ও নারী ১০ লাখ ৯৮ হাজার ৩৪৪ জন। এ পর্যন্ত ৭৩৩ জনের শরীরে টিকার পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বিভাগীয় পরিসংখ্যান অনুযায়ী মোট টিকাগ্রহণকারী ৩১ লাখ ১০ হাজার ৫২৫ জনের মধ্যে ঢাকায় ছয় লাখ ৮১ হাজার ৮০৩ জন, ময়মনসিংহে এক লাখ ৩৫ হাজার ১২৪ জন, চট্টগ্রামে ছয় লাখ ৮১ হাজার ১০৩ জন, রাজশাহীতে তিন লাখ ৪৩ হাজার ৯১০ জন, রংপুরে দুই লাখ ৮৪ হাজার ২৩০ জন, খুলনায় তিন লাখ ৮৪ হাজার ৫৫৬ জন, বরিশালে এক লাখ ৪৭ হাজার ৪৭২ জন এবং সিলেট বিভাগে এক লাখ ৯২ হাজার ৯১ জন টিকা নেন।

গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৪৫ হাজার ৯৪৫ জন, ময়মনসিংহ বিভাগে ৪ হাজার ১২৯ জন, চট্টগ্রাম বিভাগে ২৪ হাজার ৭৩৩ জন, রাজশাহী বিভাগে ১১ হাজার ৮৭৯ জন, রংপুর বিভাগে ১০ হাজার ২৫৭ জন, খুলনা বিভাগে ১৮ হাজার ৪৫৬ জন, বরিশাল বিভাগে ৫ হাজার ৩২১ জন এবং সিলেট বিভাগে ৫ হাজার ৩২ জন টিকা নিয়েছেন।

-জেডসি