ঢাকা, শনিবার ২০, এপ্রিল ২০২৪ ৭:৫৬:১৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হাসপাতালের কার্ডিয়াক আইসিইউ পুড়ে ছাই, রক্ষা পেল ৭ শিশু সবজির বাজার চড়া, কমেনি মুরগির দাম সারা দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি কৃষক লীগ নেতাদের গণভবনের শাক-সবজি উপহার দিলেন প্রধানমন্ত্রী চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৫ ডিগ্রি, হিট এলার্ট জারি শিশু হাসপাতালের আগুন সম্পূর্ণ নিভেছে

নারীনেত্রী নূরজাহান মুরশিদের মৃত্যুবার্ষিকী আজ

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৪৩ এএম, ১ সেপ্টেম্বর ২০১৯ রবিবার

বিশিষ্ট নারীনেত্রী ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক নূরজাহান মুরশিদের ১৬তম মৃত্যুবার্ষিকী আজ। ২০০৩ সালের আজকের এই দিনে তিনি ইন্তেকাল করেন। নূরজাহান মুরশিদ ছিলেন প্রাদেশিক পরিষদের সদস্য।

ভারতের লোকসভা ও রাজ্যসভার যৌথ অধিবেশনে মুজিবনগর সরকারের বিশেষ দূত হিসেবে এক ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন তিনি। এতে বাংলাদেশকে ভারতের স্বীকৃতি এবং সর্বাত্মক সহযোগিতার বিষয়টি ত্বরান্বিত হয়। পরে স্বাধীন বাংলাদেশে স্বাস্থ্য ও সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি। ১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে জয়লাভ করেছিলেন নূরজাহান মুরশিদ। ১৯৬৯-৭১ সাল পর্যন্ত তিনি পাকিস্তান মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুর নির্মম হত্যাকাণ্ডের পর আওয়ামী লীগকে পুনর্গঠনের গুরুদায়িত্ব পালন করেন তিনি।

মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ রোববার নূরজাহান মুরশিদ সাংস্কৃতিক কেন্দ্র এবং তার পরিবারের পক্ষ থেকে সকাল ১১টায় তার কবরে পুষ্পস্তবক অর্পণ করা হবে। এ ছাড়া গরিব শিশুদের মধ্যে খাবার বিতরণের কর্মসূচি গ্রহণ করা হয়েছে।