ঢাকা, বৃহস্পতিবার ২৫, এপ্রিল ২০২৪ ০:৩৬:৫১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
যুক্তরাষ্ট্রে টিকটক নিষিদ্ধ করার বিল সিনেটে পাস ২৪ ঘণ্টার ব্যবধানে ফের কমল স্বর্ণের দাম মক্কা ও মদিনায় তুমুল বৃষ্টির শঙ্কা খালেদার গ্যাটকো মামলায় চার্জগঠনের শুনানি পেছাল কুড়িগ্রামে তাপদাহ: বৃষ্টির জন্য নামাজ আদায় থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা

নির্দিষ্ট সময় নবম ওয়েজবোর্ড ঘোষণা : তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৩৯ পিএম, ১৪ জানুয়ারি ২০১৯ সোমবার

ছবি : সংগ্রহ করা

ছবি : সংগ্রহ করা

তথ্যমন্ত্রী হাছান মাহমুদ আজ সোমবার সাংবাদিকদের আশ্বস্ত করে বলেছেন, নির্দিষ্ট সময়ের মধ্যে সংবাদপত্র ও সংবাদ সংস্থার সাংবাদিক-কর্মচারিদের জন্য নবম ওয়েজবোর্ড রোয়েদাদ ঘোষণা করা হবে।’

আজ  জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়ের সময় মন্ত্রী বলেন, ‘আমি আজ থেকেই নবম ওয়েজবোর্ডের গেজেটের লক্ষ্যে কাজ শুরু করব।’

আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ বলেন, সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে সাংবাদিকদের আবাসন ইস্যুতেও কথা বলবো।

তিনি বলেন, ‘আমি আশা করি সাংবাদিক ও মিডিয়ার সকল সমস্যা শিগগির সমাধান হয়ে যাবে। আমার শীর্ষ অগ্রাধিকার হলো সাংবাদিক ও সংবাদ মাধ্যমের স্বাধীনতার জন্য কাজ করা।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সবসময় সাংবাদিকবান্ধব উল্লেখ করে তিনি বলেন, ‘এমনকি যারা আওয়ামী লীগের বিরুদ্ধে লিখেছেন ও কথা বলেছেন তারাও তার কাছ থেকে সব ধরনের সহযোগিতা পেয়েছেন।’

সাংবাদিকরা দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে সাংবাদিক মাধ্যমকে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে দায়িত্ব পালন নিশ্চিতে সাংবাদিক সমাজ হলুদ সাংবাদিকতার বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলে তিনি আশা প্রকাশ করেন।

হাছান মাহমুদ বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১০ বছর আগে দায়িত্ব গ্রহণ করেই সংবাদ মাধ্যমের স্বাধীনতা নিশ্চিতের আশ্বাস দেন।’

বিএফইউজে সভাপতি মোল্লা জালাল, মহাসচিব শাবান মাহমুদ, ডিইউজে সহ-সভাপতি আবদুল মজিদ ও সহ-সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

পরে তথ্যমন্ত্রী জাতীয় প্রেসক্লাবের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন। জাতীয় প্রেসক্লাবের সভাপতি সাইফুল আলম ও সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, সিনিয়র সহ-সভাপতি ওমর ফারুক, সহ-সভাপতি আজিজুল ইসলাম ভূঁইয়া, কোষাধ্যক্ষ শ্যামল দত্ত বক্তব্য রাখেন।

এসময় তথ্যমন্ত্রী জাতীয় প্রেসক্লাব চত্বরে ৩১তলা বিশিষ্ট বঙ্গবন্ধু মিডিয়া কমপ্লেক্স নির্মাণে সহায়তায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘সরকার অনলাইন নিউজ পোর্টালের বিকাশে সঠিক নির্দেশনা দিতে একটি নীতিমালা প্রণয়নে কাজ করছে।’