ঢাকা, শুক্রবার ২৯, মার্চ ২০২৪ ১৯:৩০:৪৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
টাঙ্গাইলে শাড়ি তৈরিতে ব্যস্ত সময় পার করছেন তাঁতীরা রমজানের অর্ধেকেও কমেনি মাছ ও মাংসের দাম সেতু থেকে খাদে পড়ে বাসে আগুন, নিহত ৪৫ রমজানের অর্ধেকেও কমেনি মাছ ও মাংসের দাম ঈদযাত্রা: ৮ এপ্রিলের ট্রেনের টিকিট পাওয়া যাচ্ছে আজ বিশ্বে প্রতিদিন খাবার নষ্ট হয় ১০০ কোটি জনের বাসায় পর্যবেক্ষণে থাকবেন খালেদা জিয়া

নড়বড়ে সেতু দ্রুত মেরামতের নির্দেশ প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:৫৪ পিএম, ২৫ জুন ২০১৯ মঙ্গলবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

নড়বড়ে ও পুরনো সেতুগুলো দ্রুত মেরামত করার জন্য রেলওয়ে মন্ত্রণালয় এবং সড়ক ও জনপথ বিভাগেকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার রাজধানীর শেরে বাংলা নগরে পরিকল্পনা মন্ত্রণালয়ের এনইসি সম্মেলন কক্ষে একনেক সভায় প্রধানমন্ত্রী এই নির্দেশ দেন। সভা শেষে পরিকল্পনামন্ত্রী এই তথ্য সাংবাদিকদের জানান।

পরিকল্পনামন্ত্রী জানান, ট্রেন দুর্ঘটনা ঘটলো। দুর্ঘটনার পর পর কাজ শুরু করলেন রেলমন্ত্রী। এ জন্য আমরা তাকে ধন্যবাদ জানাই।

প্রধানমন্ত্রীর নির্দেশনা তুলে ধরে তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী বলেছেন-সার্ভে করেন সব সেতুর বিষয়ে। দ্রুত নেমে পড়েন। যেগুলো নড়বড়ে, পুরানো সেগুলোর বিষয়ে তাড়াতাড়ি ব্যবস্থা নেন। বর্ষার আগেই যা মেরামত করার, করেন।

-জেডসি