ঢাকা, শুক্রবার ২৬, এপ্রিল ২০২৪ ৩:৩১:৪১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
যুদ্ধ কোনো সমাধান দিতে পারে না, এটা বন্ধ হওয়া উচিত: প্রধানমন্ত্রী ফেসবুকে পোস্ট দিয়ে সন্তানকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন মা আরও ৩ দিন হিট অ্যালার্ট জারি যুক্তরাষ্ট্রে টিকটক নিষিদ্ধ করার বিল সিনেটে পাস

পাসের হার জেএসসিতে ৮৫.৮৩ ও জেডিসি ৮৯.০৪

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৫৭ পিএম, ২৪ ডিসেম্বর ২০১৮ সোমবার

জুনিয়ার স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়ার দাখিল সার্টিফিকেট (জেডিসি) ২০১৮ সালের পরীক্ষার আজ প্রকাশিত ফলাফলে যথাক্রমে ৮৫ দশমিক ৮৩ ভাগ এবং ৮৯ দশমিক ০৪ ভাগ শিক্ষার্থী পাস করেছে।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে বলা হয়, এ বছরে জিপিএ-৫ পেয়েছে ৬৮ হাজার ৯৫ জন শিক্ষার্থী।

জেএসসি ও জেডিসিতে ২৯ হাজার ৬৭৭ শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষে ২৬ লাখ ৭০ হাজার ৩৩৩ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহন করে। তাদের মধ্যে ১২ লাখ ২৩ হাজার ৭৩২ জন ছাত্র ও ১৪ লাখ ৪৬ হাজার ৬০১ জন ছাত্রী।

চলতি বছর জেএসসিতে ২২ লাখ ৬৭ হাজার ৩৪৩ জন এবং জেডিসিতে ৪ লাখ ২ হাজার ৯০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।