ঢাকা, বৃহস্পতিবার ২৮, মার্চ ২০২৪ ২০:৪০:২৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বিশ্বে প্রতিদিন খাবার নষ্ট হয় ১০০ কোটি জনের বাসায় পর্যবেক্ষণে থাকবেন খালেদা জিয়া ট্রেনে ঈদযাত্রা: ৭ এপ্রিলের অগ্রিম টিকিট বিক্রি শুরু গাজায় নিহত বেড়ে ৩২ হাজার ৪৯০ অ্যানেস্থেসিয়ার ওষুধ বদলানোর নির্দেশ স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঈদ কেনাকাটায় ক্রেতা বাড়ছে ব্র্যান্ড শপে বাঁচানো গেল না সোনিয়াকেও, শেষ হয়ে গেল পুরো পরিবার

পুরুষতন্ত্রে এখনো বন্দি নারী! সাহজাদা পারভীন সাজু

সাহজাদা পারভীন সাজু | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৯:২১ পিএম, ১৭ সেপ্টেম্বর ২০১৮ সোমবার

গত কিছুদিন ধরে কয়েকটা খবর ভীষণ নাড়া দিচ্ছে মনে, ভেতরটা কেমন জানি করছে। ভাবছি নারীর কি আসলে কোন নিস্তার নেই? ভারতে তিন তালাক ও ‘নিকা হালাল’ প্রথার শিকার সাহবিনা। স্বামীকে ফিরে পেতে শ্বশুরের সাথে থাকা। বিষয়টি এখানেই থেমে নেই এরপর আবার দেবরের সাথে রাত কাটাতে হবে! এই একাবিংশ শতাব্দিতে দাঁড়িয়ে এই অনাচার? আবার ভারতের একটি টিভি চ্যানেলে এ বিষয়ে একটি ‘টক শো’তে একজন নারীর ওপর হামলা করেছে একজন মওলানা বেশধারী! বিষয়টি একেবারে পরিষ্কার, যুগে যুগে নারীদের ওপর কর্তৃত্ব করতে ইসলামকে ব্যবহার করা হয়। এখানেও তারই প্রয়োগ হয়েছে। ইসলাম শান্তির ধর্ম, তাকে বিতর্কিত করার অপচেষ্টা। নারীদের সময় এসেছে এদের বিরুদ্ধে রুখে দাঁড়াবার। ধর্মকে ব্যবহার করে আর যাতে কোন নারীর ওপর সহিংসতা না হয়। সেটা যে ধর্মেরই হোক না কেন।

 

 

আরেকটি ব্যাপার খুবই লক্ষণীয়, যারা নিজেদের প্রগতিশীল বলে জাহির করেন নারীদের অধিকার তাদের কাছেই আসলে বন্দি। বারো হাজার নারী তৃণমূলে নির্বাচিত হয়েছেন। এই কৃতিত্ব মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী, এই নারীরা কি মাঠে ঠিকমতো কাজ করতে পারছে ..? সবাই বলবে না। কারণ ওই যে পুরুষতন্ত্র! আপনার মুখে প্রাই শুনি নির্বাচন করার আগে কি ধরণের বাঁধার শিকার তারা হয়েছেন। আমরা দেখেছি নারায়ণগঞ্জের মেয়র আইভি হায়াতকে। এখনো প্রতিনিয়ত একজন ক্ষমতাশালী পুরুষকে মোকাবেলা করতে হচ্ছে আইভীকে। এ রকম অনেক আইভি লড়াই করছে সমাজে।

 


নারীর কাজের ক্ষেত্র যেমন নিরাপদ হওয়া দরকার তেমনি সেখানে সে যেন তার অধিকার থেকে বঞ্চিত না হয় তা নিশ্চিত হওয়া জরুরী। তবে এসব হচ্ছে অহরহ। আমার সাবেক কর্মস্থল একুশে টেলিভিশনের চেয়ারম্যান আব্দুস সালাম সাহেব একটি কথা প্রায়ই বলতেন, ‘যাকেই বসাই লংকায় সে হয় রাবণ’। কথাটা মাঝে মাঝে মনে পড়ে। প্রশাসনেও এ অবস্থা কম দেখা যাচ্ছে না। যেখানেই নারীরা কিছুটা এগিয়ে যাচ্ছে সেখানেই প্রতিবন্ধকতার শিকার হচ্ছে। সবখানেই সমস্যা একটাই পুরুষদের ক্ষমতা কুক্ষিগত করার চেষ্টা।এর প্রতিবাদ করলে চরিত্র হননের অপচেষ্টা করা হয়। মেয়েদের একটু ভালো পজিশন...তাদের চোখের বালি!!

 

৥ সাহজাদা পারভীন সাজু, বিশেষ প্রতিনিধি, জিটিভি