ঢাকা, বৃহস্পতিবার ২৫, এপ্রিল ২০২৪ ৫:৪১:৩৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
যুক্তরাষ্ট্রে টিকটক নিষিদ্ধ করার বিল সিনেটে পাস ২৪ ঘণ্টার ব্যবধানে ফের কমল স্বর্ণের দাম মক্কা ও মদিনায় তুমুল বৃষ্টির শঙ্কা খালেদার গ্যাটকো মামলায় চার্জগঠনের শুনানি পেছাল কুড়িগ্রামে তাপদাহ: বৃষ্টির জন্য নামাজ আদায় থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা

পেঁয়াজের ট্রিপল সেঞ্চুরি, সবজির দামেও উত্তাপ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:৪৪ পিএম, ১৫ নভেম্বর ২০১৯ শুক্রবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বাড়তে বাড়তে পেঁয়াজের দাম ৩০০ টাকা ছাড়িয়ে গেছে। বৃহস্পতিবারে ডাবল সেঞ্চুরি করে পেঁয়াজ। পাইকারী বিক্রেতারাই এই মসলাটি ২০০ টাকার এক পয়সা কমে বিক্রি করেনি। যা এহাত ওহাত পেরিয়ে খুচরা বাজারে ২২০ ছাড়িয়ে গেছে। কিন্তু, শুক্রবার তা ট্রিপল সেঞ্চুরি হাঁকিয়েছে। বর্তমানে পেঁয়াজের কেজি ৩০০ টাকা। এতে রাজধানীর কাঁচাবাজারে এখন সব থেকে বেশি দামের পণ্যের তালিকায় সবার উপরে স্থান করে নিয়েছে পেঁয়াজ। কোনো সবজি-ই এর ধার কাছে নেই। আদা, রসুন এমনকি মাছ ও মাংসের ওপরে চলে গেছে পেঁয়াজের দাম।

শুক্রবার (১৫ নভেম্বর) রাজধানীর কারওয়ানবাজার, মোহাম্মদপুর, রামপুরা, মালিবাগ, খিলগাঁওসহ বিভিন্ন বাজার ঘুরে এমন তথ্য পাওয়া গেছে।

আজ ছুটির দিনে অধিকাংশ চাকরিজীবী বাজার করে। রাজধানী ঢাকার মোহাম্মদপুর বাজারে সরেজমিন ঘুরে দেখা যায়, দেশি পেঁয়াজের মূল্য কেজি প্রতি ৩০০ টাকা, ভারতীয় ২৫০, মিশরের পেঁয়াজ ২৪০ টাকা হিসাবে বিক্রী হচ্ছে। এটা পেয়াঁজের দামের একটি বিশ্ব রেকর্ড।

এদিকে, শীতের আগাম শাক-সবজি ফুলকপি, বাঁধাকপি, পালং শাক, মুলা শাক, সরিষা শাক, মুলা, শালগম, শিমের ভরপুর সরবরাহের মধ্যে এখন বাজারে সব থেকে বেশি দামের সবজি পাকা টমেটো। পাশাপাশি বাজারে দামি সবজির তালিকায় আছে- গাজর, বরবটি, শিম, নতুন আসা গোল আলু। এর মধ্যে, নতুন গোল আলুর কেজি বিক্রি হচ্ছে- ১০০ থেকে ১২০ টাকা। শিম, গাজর ও বরবটির কেজি বিক্রি হচ্ছে- ৮০ থেকে ১০০ টাকা।

বাজারে সব থেকে ভালো মানের পাকা টমেটো বিক্রি হচ্ছে ১৪০ টাকা কেজি। আর কেজি প্রতি পেঁয়াজ ২৫০ টাকার নিচে মিলছে না। কিছু কিছু বাজারে পেঁয়াজের দর ৩০০ টাকা ছুঁয়েছে।

শুধু কি সবজি; বাজারে এখন সব ধরনের মুরগির থেকে পেঁয়াজের দর বেশি। লাল কক মুরগির কেজি প্রতি বিক্রি হচ্ছে- ২০০ থেকে ২২০ টাকা। সোনালী মুরগি পাওয়া যাচ্ছে- ২২০ থেকে ২৪০ টাকার মধ্যে। আর বাজার ভেদে বয়লার মুরগির ১১৫-১২৫ টাকা কেজি বিক্রি হচ্ছে।

এদিকে, তেলাপিয়া, পাঙাস, (ছোট রুই, মিরগেল) মাছগুলোর কেজি ১৫০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। আর এক থেকে দেড় কেজি ওজনের রুই মাছ বাজার ভেদে কেজি প্রতি ২০০ থেকে ২৩০ টাকা।  শিং মাছের কেজি ২২০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে।

সচরাচর পেঁয়াজ থেকে একটু বেশি দামেই বিক্রি হয় আদা-রসুন। এবার এই রীতিও বদলে গেছে। বাজারে এখন আদা রসুনের কেজি ২০০ টাকার নিচে।

-জেডসি