ঢাকা, বৃহস্পতিবার ২৫, এপ্রিল ২০২৪ ১২:১৭:৫৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
যুদ্ধ কোনো সমাধান দিতে পারে না, এটা বন্ধ হওয়া উচিত: প্রধানমন্ত্রী ফেসবুকে পোস্ট দিয়ে সন্তানকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন মা আরও ৩ দিন হিট অ্যালার্ট জারি যুক্তরাষ্ট্রে টিকটক নিষিদ্ধ করার বিল সিনেটে পাস

প্রকাশ্যে স্ত্রীর সামনেই স্বামীকে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৫৭ পিএম, ২৬ জুন ২০১৯ বুধবার

বরগুনা সরকারি কলেজের সামনে স্ত্রীর উপস্থিতিতেই রিফাত শরীফ (২৫) নামের এক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। আজ বুধবার সকাল সোয়া ১০টার দিকে এই ঘটনা ঘটেছে। কুপিয়ে হত্যা করার সেই ভিডিও সামাজিক যোগাযাগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

গুরুতর আহতাবস্থায় প্রথমে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাৎক্ষণিকভাবে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে ভর্তির এক ঘণ্টা পর বিকেল সাড়ে তিনটার দিকে তার মৃত্যু হয়।

জানা যায়, রিফাতের বাড়ি বরগুনার সদর উপজেলার ছয় নম্বর বুড়িরচর ইউনিয়ানে। তার বাবার নাম দুলাল শরীফ। দীর্ঘদিন ধরে রিফাতের স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নির সাবেক স্বামী দাবি করে আসছেন বরগুনা পৌরসভার ধানসিরি রোর্ডের আবুবকর সিদ্দিকের ছেলে নয়ন বন্ড। বুধবার সকালে নয়ন, তার প্রতিবেশী সাবেক এমপি ও বর্তমান জেলা পরিষদ চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেনের ভায়রা দুলাল ফরাজির দুই ছেলে রিফাত ফরাজী, রিশান ফরাজী এবং রাব্বি আকন ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে যখম করেন রিফাতকে।

রিফাতের পরিচিতরা জানান, ঘটনার সূত্রপাত হয় দুই মাস আগে রিফাত শরীফের বিয়ে থেকে। রিফাত আয়শা সিদ্দিকা মিন্নিকে বিয়ে করলে নয়ন বন্ড আয়শাকে তার সাবেক স্ত্রী দাবি করেন। এ ছাড়া আয়শার ফেসবুকের আইডি হ্যাক করে তার ছবি দিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট দেয়।

ঘটনার সত্যতা স্বীকার করেছেন বরগুনার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবির মোহাম্মাদ হোসেন। তিনি বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ছেলেটির অবস্থা অশঙ্কাজনক দেখে বরগুনা জেনারেল হাসপাতাল থেকে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে সেখানে সে মারা যায়। 

তিনি বলেন, আমরা আসামিদের ধরতে ওদের বাসায় তল্লাশি চালিয়েছি। ওদের ধরতে চেষ্টা চলছে। তবে এখন পযন্ত লিখিত অভিযোগ পাইনি।