ঢাকা, শুক্রবার ২৯, মার্চ ২০২৪ ২০:৫৯:০১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
টাঙ্গাইলে শাড়ি তৈরিতে ব্যস্ত সময় পার করছেন তাঁতীরা রমজানের অর্ধেকেও কমেনি মাছ ও মাংসের দাম সেতু থেকে খাদে পড়ে বাসে আগুন, নিহত ৪৫ রমজানের অর্ধেকেও কমেনি মাছ ও মাংসের দাম ঈদযাত্রা: ৮ এপ্রিলের ট্রেনের টিকিট পাওয়া যাচ্ছে আজ বিশ্বে প্রতিদিন খাবার নষ্ট হয় ১০০ কোটি জনের বাসায় পর্যবেক্ষণে থাকবেন খালেদা জিয়া

প্রতিবেদন পেলে আগুন লাগার কারণ জানা যাবে

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:৪১ পিএম, ২০ নভেম্বর ২০১৯ বুধবার

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল জিল্লুর রহমান (অপারেশন ও মেইনটেন্যান্স)।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল জিল্লুর রহমান (অপারেশন ও মেইনটেন্যান্স)।

টিকাটুলীর রাজধানী সুপার মার্কেটের আগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল জিল্লুর রহমান (অপারেশন ও মেইনটেন্যান্স)। আজ বুধবার সন্ধ্যা সোয়া সাতটার দিকে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

ফায়ার সার্ভিসের পরিচালক বলেন, ‘আগুন ইতিমধ্যে আমাদের নিয়ন্ত্রণে এসেছে। তবে আগুন নির্বাপণ না হওয়া পর্যন্ত ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ চালিয়ে যাবে। ’

তিনি আরও বলেন, ‘এই ঘটনায় ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আগামীকাল বৃহস্পতিবার তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্ত কমিটির প্রতিবেদন পেলে ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুণ লাগার কারণ জানা যাবে। ’

প্রসঙ্গত, আজ বিকেল সোয়া ৫টার দিকে রাজধানী সুপার মার্কেটে আগুন লাগার ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিটের চেষ্টায় সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।