ঢাকা, শুক্রবার ১৯, এপ্রিল ২০২৪ ১:৪৮:০৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই দেশ আরও উন্নত হতো টাইমের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় বাংলাদেশের মেরিনা নান্দাইলে নারী শ্রমিককে কুপিয়ে হত্যা তীব্র গরমে জনজীবনে দুর্ভোগ, বাড়ছে জ্বর-ডায়রিয়া কারাগার থেকে সরিয়ে গৃহবন্দী অবস্থায় সুচি কৃষকরাই অর্থনীতির মূল শক্তি: স্পিকার মধ্যপ্রাচ্যের দিকে নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রীকে চিঠি দিলো বিএনপি

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:৫৯ পিএম, ১৭ নভেম্বর ২০১৯ রবিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ভারতের সাথে বাংলাদেশের বিভিন্ন চুক্তির নথি প্রকাশ করার দাবিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে চিঠি দিয়েছে বিএনপি।রবিবার (১৭ নভেম্বর) বিএনপির দুই যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল ও খায়রুল কবির খোকন প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই চিঠি পৌঁছে দেন।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাক্ষরিত চিঠিটি গ্রহণ করেন- প্রধানমন্ত্রী প্রাইভেট সেক্রেটারি-২। বর্তমানে প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় সফরে বিদেশ আছেন।

পরে চিঠির বিষয়বস্তু সম্পর্কে সাংবাদিকদের মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, আমরা প্রধানমন্ত্রীর বরাবরমির্জা ফখরুলের স্বাক্ষরিত একটা চিঠি নিয়ে এসেছিলাম। সেখানে বলা রয়েছে, অতিসম্প্রতি ভারত সফর ও অন্য দেশের সফরকালীন সময়ে সেই সব দেশের সাথে বাংলাদেশের যে চুক্তিগুলো হয়েছে, সংবিধান অনুযায়ী- সেই চুক্তিগুলো বিষয়ে জনগণের সামনে প্রকাশ করা, এছাড়া চুক্তিগুলোর মধ্যে দেশের স্বার্থে হানিকর কিছু হয়েছে কিনা, সেগুলো পর্যালোচনার সুযোগ দেয়ার কথা বলা হয়েছে।

-জেডসি