ঢাকা, শনিবার ২০, এপ্রিল ২০২৪ ১৭:১৭:১৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হাসপাতালের কার্ডিয়াক আইসিইউ পুড়ে ছাই, রক্ষা পেল ৭ শিশু সবজির বাজার চড়া, কমেনি মুরগির দাম সারা দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি কৃষক লীগ নেতাদের গণভবনের শাক-সবজি উপহার দিলেন প্রধানমন্ত্রী চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৫ ডিগ্রি, হিট এলার্ট জারি শিশু হাসপাতালের আগুন সম্পূর্ণ নিভেছে

বইমেলায় আসছে সোমা দেব-এর তিনটি গল্পের বই

মুন্নি মজিদ | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:৫৩ এএম, ১৭ জানুয়ারি ২০২২ সোমবার

লেখক সোমা দেব।  ছবি: উইমেননিউজ২৪.কম।

লেখক সোমা দেব। ছবি: উইমেননিউজ২৪.কম।

এবছর অমর একুশে বইমেলায় আসছে লেখক ও গবেষক সোমা দেব-এর তিনটি ছোটগল্পের বই। পাখির জন্য ভালোবাসা, অন্য জীবন এবং জন্মপরিচয়। বই তিনটির প্রচ্ছদ করেছেন দেশের খ্যাতিমান প্রচ্ছদশিল্পী ধ্রুব এষ। 

পাখির জন্য ভালোবাসা বইটিতে মোট সাতটি ছোটগল্প রয়েছে। শিশু-কিশোর পাঠকদের জন্য বইটি প্রকাশ করছে কিশোর লেখা প্রকাশন।

অন্য জীবন বইটিতে রয়েছে মোট আটটি ছোটগল্প। প্রকাশ করছে সপ্তডিঙা প্রকাশন।  এছাড়াও জন্মপরিচয় বইটি প্রকাশ করছে বই-পুস্তক প্রকাশনী। এই বইতে মোট নয়টি ছোটগল্প রয়েছে।

জীবনমুখী গল্পকার সোমা দেব। জীবনের নানা গল্প তিনি শিল্পসুঁতোর বুননে তুলে এনেছেন নান্দনিক শব্দের কাঁরুকাজে। 
তার প্রায় প্রতিটি গল্পই বাস্তবের নিরিখে লেখা। যাপিত জীবনে, চলতি পথে সরল দৃষ্টিতে এই লেখক তার আশেপাশে যা যা প্রত্যক্ষ করেছেন তাই তুলে এনেছেন লেখায়। তার কলমের ছোঁয়ায় প্রতিটি চরিত্র প্রাণতন্ত হয়ে ধরা দিয়েছে পাঠকের সামনে। চরিত্রগুলো কখনো কখনো পাঠকের জন্য হয়ে উঠেছে অনুকরণীয়-অনুসরণীয়।

সোমা দেব গবেষণা ও লেখালেখির ক্ষেত্রে নারীদের সংগ্রাম, চিন্তা ও মননশীলতাকে এগিয়ে নেয়া, প্রতিকূলতা জয়, নারীর ক্ষমতায়ন প্রভৃতি বিষয়কে প্রাধান্য দেন। তার গল্পে আমরা দেখি তিনি সুন্দর, সাবলীল এবং সরল বাক্যচয়নে প্রতিটি গল্পে নারীদের সংগ্রামী ও প্রতিকূল জীবনের বাঁকে বাঁকে ঘুরে এসেছেন। সেই বাঁকগুলো থেকে তিনি তুলে এনেছেন ছোট-বড় নানা সমস্যা ও প্রতিকূলতার দিকগুলো এবং একই সঙ্গে ইতিবাচক সমাধানও দিয়েছেন। 

সমাজের বিভিন্ন স্তরে ও শ্রেণীতে নারীদের যে কতটা প্রতিকূলতাকে জয় করে এগিয়ে যেতে হয়, তার বাস্তব চিত্র অত্যন্ত দক্ষতার সঙ্গে গল্পে উপস্থাপন করা হয়েছে। গল্পগুলো পড়লে আমরা আমাদের সমাজের, আমাদের খুব কাছের মেয়েদের লড়াই, তাদের সফলতা অর্জন ও আপোসহীনতার নানা চিত্র দেখতে পাই। অন্তরা, পৃথা, অপর্ণা, অপির্তা, মানসী, চিত্রালি, নিরুপমা, জেবা, পারমিতা, সৃজিতা, মহিমা এরাই যেন আমাদের সমাজের অতি পরিচিত মুখ। এই মুখগুলো লড়াই করে চলেছে আমাদেরই চোখের সামনে। আমরা কখনও তাদের দেখতে পাই, কখনো দেখতে পাই না। 

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক সোমা দেব জীবনকে দেখেন অন্য নিরিখে। শিশুসাহিত্য নিয়েও কাজ করছেন তিনি। ছোটদের জন্য তার প্রকাশিত গল্পগ্রন্থ ‘নীল প্রজাপতি’ (একুশে বইমেলা ২০২০)। 

লেখক সোমা দেব বলেন, বাস্তব জীবনের নানা ঘটনার নিরিখে আমার গল্পগুলো লেখা। গত বেশ কয়েক বছর ধরে আমি এই গল্পগুলো লিখেছি। প্রিয় পাঠক আমার গল্পগুলো পছন্দ করলে নিজেকে স্বার্থক বলে মনে করবো।

আগ্রহীরা বইমেলা ছাড়াও সহজেই অনলাইন থেকে বইগুলো কিনতে পারবেন। শিগগিরই রকমারীতে পাওয়া যাবে বইগুলো।