ঢাকা, শুক্রবার ১৯, এপ্রিল ২০২৪ ৮:৩০:৪৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই দেশ আরও উন্নত হতো টাইমের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় বাংলাদেশের মেরিনা নান্দাইলে নারী শ্রমিককে কুপিয়ে হত্যা তীব্র গরমে জনজীবনে দুর্ভোগ, বাড়ছে জ্বর-ডায়রিয়া কারাগার থেকে সরিয়ে গৃহবন্দী অবস্থায় সুচি কৃষকরাই অর্থনীতির মূল শক্তি: স্পিকার মধ্যপ্রাচ্যের দিকে নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

বাইডেন সরকারের ১৩ পদে ভারতীয় নারী, থাকতে পারে বাংলাদেশীও

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:০২ পিএম, ১৭ জানুয়ারি ২০২১ রবিবার

বাইডেন সরকারের ১৩ পদে ভারতীয় নারী, থাকতে পারে বাংলাদেশীও

বাইডেন সরকারের ১৩ পদে ভারতীয় নারী, থাকতে পারে বাংলাদেশীও

আমেরিকায় নতুন সরকারের বিভিন্ন পদে এবার নারীদের জয়জয়কার। দেশটির এবারের গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে দেখা যেতে পারে কমপক্ষে ২০ জন ভারতীয়কে। তাদের মধ্যে ১৩ জনই নারী। ১৭ জন আবার হোয়াইট হাউসের অন্দরে গুরুত্বপূর্ণ পদ পেতে চলেছেন। আমেরিকার মোট জনসংখ্যার ১ শতাংশ ভারতীয় হলেও, আগের কোনও সরকারে এক সঙ্গে এত জন ভারতীয়কে দেখা যায়নি।

আক্ষরিক অর্থেই আর মাত্র দু’দিন পরে হোয়াইট হাউসের দখল নিতে চলেছেন জো বাইডেন। ২০ জানুয়ারি দেশের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন তিনি। ভাইস প্রেসিডেন্ট হিসাবে শপথ নিতে চলা কমলা হ্যারিসও ভারতীয় বংশোদ্ভূত। এ ছাড়াও গুরুত্বপূর্ণ পদগুলিতে একাধিক ভারতীয়কে বেছে নিয়েছেন ভাবী প্রেসিডেন্ট। অনেককে মনোনীতও করেছেন। শপথগ্রহণের পর তারা পদ পাবেন কি না, তা পাকা হয়ে যাবে।

এই তালিকায় প্রথমেই রয়েছেন বনিতা গুপ্ত। বিচার বিভাগের অ্যাসোসিয়েট অ্যাটর্নি জেনারেল পদে তাকে মনোনীত করেছেন বাইডেন। প্রাক্তন ফরেন সার্ভিস কর্মকর্তা উজরা জেয়াকে বিদেশ দফতরের আন্ডার সেক্রেটারি মনোনীত করা হয়েছে। ফার্স্ট লেডি জিল বাইডেনের পলিসি ডিরেক্টর হিসেবে নিযুক্ত হয়েছেন মালা আদিগাগরিমা বর্মা ফার্স্ট লেডির দফতরের ডিজিটাল ডিরেক্টর নিযুক্ত হয়েছেন। ডেপুটি প্রেস সেক্রেটারি পদে এসেছেন সাবরিনা সিংহ। সার্জন জেনারেল হিসেবে মনোনয়ন করা হয়েছে বিবেক মূর্তিকে।

কাশ্মীরি বংশোদ্ভূত আয়েশা শাহ হোয়াইট হাউস ডিজিটাল স্ট্র্যাটেজি বিভাগের পার্টনারশিপ ম্যানেজার পদে নিযুক্ত হয়েছেন। সমীরা ফজিলি ন্যাশনাল ইকনমিক কাউন্সিলের ডেপুটি ডিরেক্টর পদটি পেতে পারেন। ভরত রামমূর্তি হোয়াইট হাউস ন্যাশনাল ইকনমিক কাউন্সিলের ডেপুটি ডিরেক্টর নিযুক্ত হয়েছেন।

বারাক ওবামার ঘনিষ্ঠ গৌতম রাঘবনও বাইডেনের আমলে হোয়াইট হাউসে ফিরছেন। প্রেসিডেনশিয়াল পার্সোনেল দফতরের ডেপুটি ডিরেক্টর হচ্ছেন তিনি। বাইডেনের ঘনিষ্ঠ বৃত্তে জায়গা পাচ্ছেন বিনয় রেড্ডি। হবু প্রেসিডেন্টের বক্তৃতা লেখার দায়িত্ব পাচ্ছেন তিনি। বাইডেনের অ্যাসিসট্যান্ট প্রেস সেক্রেটারি হচ্ছেন বেদান্ত পাটেল। হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা কাউন্সিলেও তিনজন ভারতীয় জায়গা পেতে চলেছেন।

এ ছাড়াও হোয়াউট হাউসের জলবায়ু নীতি নির্ধারণ বিভাগের অন্যতম সিনিয়র উপদেষ্টা হচ্ছেন সনিয়া অগরওয়াল। হোয়াইট হাউস কোভিড রেসপন্স টিমের নীতি উপদেষ্টা হচ্ছেন বিদূর শর্মা। হোয়াইট হাউস কাউন্সিলে দুই নারী নেহা গুপ্ত এবং রিমা শাহকে নিযুক্ত করা হয়েছে।

ভারতীয়দের পাশাপাশি হোয়াইট হাউসের অন্দরে ঢুকতে চলেছেন বাংলাদেশি-আমেরিকান জেইন সিদ্দিকি, পাকিস্তান বংশোদ্ভূত আলি জাইদি এবং শ্রীলঙ্কান-আমেরিকান রোহিনী কোসোগ্লু

বাইডেন সরকারে ভারতীয়রা যে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন, নির্বাচনী প্রচার চলাকালীনই তা জানিয়ে দিয়েছিলেন জো বাইডেন।