ঢাকা, শনিবার ২০, এপ্রিল ২০২৪ ৫:০৩:৫৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হাসপাতালের কার্ডিয়াক আইসিইউ পুড়ে ছাই, রক্ষা পেল ৭ শিশু সবজির বাজার চড়া, কমেনি মুরগির দাম সারা দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি কৃষক লীগ নেতাদের গণভবনের শাক-সবজি উপহার দিলেন প্রধানমন্ত্রী চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৫ ডিগ্রি, হিট এলার্ট জারি শিশু হাসপাতালের আগুন সম্পূর্ণ নিভেছে

বিশ্ব শোভন কর্মদিবস : শোভন কর্মপরিবেশ নিশ্চিতের দাবী

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:৩৫ পিএম, ৭ অক্টোবর ২০১৯ সোমবার

বিশ্ব শোভন কর্মদিবস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলন।

বিশ্ব শোভন কর্মদিবস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলন।

অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকদের জন্য শোভন কর্মপরিবেশ, কর্মঘন্টা, বাঁচার মত মজুরি নিশ্চিত করতে পারলেই শোভন কর্মদিবস পালন সার্থক হবে।

আজ সোমবার বিশ্ব শোভন কর্মদিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় একথা বলেন বাংলাদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মো: ইসরাফিল আলম।

তিনি বলেন, দেশের শ্রমিকের অধিকার ও নিরাপত্তা অন্যান্য ইস্যুর তুলনায় অনেকটাই উপেক্ষিত।

মানবাধিকার প্রতিষ্ঠা করতে হলে আগে শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। দেশের মোট শ্রম শক্তির ৮৫ ভাগ শ্রমিক কাজ করে অপ্রাতিষ্ঠানিত খাতে। অথচ তাদের জন্য কোন আইন নেই, তারা শ্রম আইনের বাইরে। এর কারণে শ্রমিক হিসেবে তাদের যে অধিকার তা থেকে তারা বঞ্চিত।

“বিশ্ব শোভন কর্ম দিবস” উদযাপন উপলক্ষে, অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকদের জন্য শোভন কর্ম পরিবেশ নিশ্চিতকরণের লক্ষ্যে তাদের এ বিষয়ে অবহিতকরণ এবং শোভন কর্ম পরিবেশ প্রাপ্তির অধিকার বিষয়ে সচেতন করে তোলার উদ্দেশ্যে বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ-বিলস এবং অ্যাকশন এইড বাংলাদেশ এর যৌথ উদ্যোগে “অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিক সমাবেশ ও আলোচনা সভা”র আয়োজন করেছে। জাতীয় প্রেস ক্লাব অডিটোরিয়াম এ সভা অনুষ্ঠিত হয়েছে।  

অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ বলেন, অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকদের চুক্তি পত্র, পরিচয় পত্র, নির্দিষ্ট কর্মঘন্টা, সাপ্তাহিক ছুটি এবং  ট্রেড ইউনিয়ন করার অধিকার নেই। শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা করতে হলে আগে এগুলো নিশ্চিত করতে হবে। এর জন্য প্রয়োজনে ঐক্যবদ্ধ আন্দোলন করতে হবে।

বিল্স ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসাইন এর সভাপতিত্বে এবং জাতীয় শ্রমিক জোট বাংলাদেশের সাধারণ সম্পাদক নইমুল আহসান জুয়েল এর সঞ্চালনায় অনুষ্ঠানে  কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের যুগ্ম মহাপরিদর্শক ড. মো: মোস্তাফিজুর রহমান, শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ-স্কপ এর যুগ্ম-সমন্বয়কারী মেসবাহউদ্দিন আহমেদ, বিল্স এর যুগ্ম মহাসচিব এবং নির্বাহী পরিচালক মোঃ জাফরুল হাসান, বিলস এর যুগ্ম মহাসচিব ডা. ওয়াজেদুল ইসলাম খান,  সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সভাপতি রাজেকুজ্জামান রতন।

এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের সাধারণ সম্পাদক চৌধুরী আশিকুল আলম, জাতীয়  গ্রাহস্থ্য নারী শ্রমিক ইউনিয়ন এর উপদেষ্টা আবুল হোসাইন, অ্যাকশন এইড বাংলাদেশের উপ পরিচালক ফারিয়া চৌধূরী প্রমুখ। অনুষ্ঠানে শোভন কাজ বিষয়ক প্রতিবেদন উপস্থাপন করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমাজ কর্ম বিভাগের সহযোগী অধ্যাপক মোস্তাফিজ আহমেদ।