ঢাকা, বৃহস্পতিবার ২৫, এপ্রিল ২০২৪ ১৭:৫১:৩৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
যুদ্ধ কোনো সমাধান দিতে পারে না, এটা বন্ধ হওয়া উচিত: প্রধানমন্ত্রী ফেসবুকে পোস্ট দিয়ে সন্তানকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন মা আরও ৩ দিন হিট অ্যালার্ট জারি যুক্তরাষ্ট্রে টিকটক নিষিদ্ধ করার বিল সিনেটে পাস

বিশ্বে করোনায় মৃত্যু ছাড়িয়েছে ৯ লাখ ৮১ হাজার

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:০০ পিএম, ২৫ সেপ্টেম্বর ২০২০ শুক্রবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

বিশ্বব্যাপী প্রাণঘাতী করোনা ভাইরাস (কোভিড-১৯) মহামারিতে আক্রান্তের সংখ্যা ৩ কোটি ২১ লাখ ৩৬ হাজার ছাড়িয়েছে। আর এ মহামারিতে আক্রান্ত হয়ে বিশ্বে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৯ লাখ ৮১ হাজার।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্যানুযায়ী, শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় সকাল ১০টা পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৯ লাখ ৮১ হাজার ৭৫৪ জনের এবং আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ২১ লাখ ৩৬ হাজার ৮৫৫ জনে। ইতোমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ কোটি ২১ লাখ ৫০ হাজার ৮০৫ জন।

বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে, ২ লাখ ২ হাজার ৭৬২ জন। দেশটিতে আক্রান্তের সংখ্যাও বিশ্বে সর্বোচ্চ, ৬৯ লাখ ৭৬ হাজার ২১৫ জন।

আর আক্রান্তের সংখ্যায় দ্বিতীয় ও মৃতের সংখ্যায় তৃতীয় অবস্থানে আছে ভারত। দেশটিতে শুক্রবার সকাল পর্যন্ত আক্রান্ত হয়েছে ৫৭ লাখ ৩২ হাজার ৫১৮ জন। এ পর্যন্ত মারা গেছে ৯১ হাজার ১৪৯ জন।

মৃত্যুর দিক থেকে দ্বিতীয় ও আক্রান্তের সংখ্যায় তৃতীয় অবস্থানে আছে ব্রাজিল। দেশটিতে এই ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত এক লাখ ৩৯ হাজার ৮০৮ জনের মৃত্যু হয়েছে। আর আক্রান্তের সংখ্যা ৪৬ লাখ ৫৭ হাজার ৭০২ জন।

মৃতের সংখ্যায় চতুর্থ অবস্থানে আছে মেক্সিকো। দেশটিতে এখন পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে ৭৫ হাজার ৪৩৯ জন। আক্রান্ত হয়েছে ৭ লাখ ১৫ হাজার ৪৫৭ জন।

করোনায় সর্বোচ্চ আক্রান্ত দেশগুলোর মধ্যে চতুর্থ অবস্থানে আছে রাশিয়া। দেশটিতে আক্রান্ত ১১ লাখ ২৩ হাজার ৯৭৬ জন। আর মৃতের সংখ্যা ১৯ হাজার ৮৬৭ জন।

আক্রান্ত দেশগুলোর মধ্যে পঞ্চম অবস্থানে উঠে এসেছে কলম্বিয়া। দেশটিতে আক্রান্ত ৭ লাখ ৯০ হাজার ৮২৩ জন। আর মৃতের সংখ্যা ২৪ হাজার ৭৪৬ জন।

আক্রান্ত দেশগুলোর মধ্যে ষষ্ঠ অবস্থানে আছে পেরু। দেশটিতে আক্রান্ত ৭ লাখ ৮২ হাজার ৬৯৫ জন। আর মৃতের সংখ্যা ৩১ হাজার ৮৭০ জন।

করোনায় মৃতের দিক থেকে পঞ্চম অবস্থানে আছে যুক্তরাজ্য। দেশটিতে করোনায় মারা গেছেন ৪১ হাজার ৯৯১ জন এবং আক্রান্ত হয়েছে ৪ লাখ ১৮ হাজার ৮৮৯ জন।

আর দক্ষিণ আফ্রিকায় আক্রান্ত ৬ লাখ ৬৭ হাজার ৪৯ জন এবং মারা গেছে ১৬ হাজার ২৮৩ জন। ইউরোপের দেশ ইতালিতে মৃতের সংখ্যা ৩৫ হাজার ৭৮১ জন এবং আক্রান্ত ৩ লাখ ৪ হাজার ৩২৩ জন। ফ্রান্সে মারা গেছে ৩১ হাজার ৫২৪ জন এবং আক্রান্ত ৫ লাখ ৩৬ হাজার ২৮৯ জন।

স্পেনে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৩১ হাজার ১১৮ জনের। আর আক্রান্ত হয়েছে ৭ লাখ ৪ হাজার ২০৯ জন। এছাড়া জার্মানিতে কোভিড-১৯ এ আক্রান্ত ২ লাখ ৮১ হাজার ৩৪৬ জন, মারা গেছেন ৯ হাজার ৪৩৬ জন। ইরানে আক্রান্ত ৪ লাখ ৩৬ হাজার ৩১৯ জন, মারা গেছেন ২৫ হাজার ১৫ জন।

পাকিস্তানে আক্রান্ত ৩ লাখ ৮ হাজার ২১৭ জন, মারা গেছেন ৬ হাজার ৪৩৭ জন। কানাডায় করোনায় আক্রান্ত ১ লাখ ৫১ হাজার ৮৭ জন এবং মৃতের সংখ্যা ৯ হাজার ২৯৭ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বাংলাদেশে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) পর্যন্ত করোনা ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৫৫ হাজার ৩৮৪ জন এবং মোট মৃতের সংখ্যা ৫ হাজার ৭২ জন। এছাড়া মোট সুস্থ হওয়ার সংখ্যা ২ লাখ ৬৫ হাজার ৯২ জন।

-জেডসি