ঢাকা, শনিবার ২০, এপ্রিল ২০২৪ ৬:১০:১১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হাসপাতালের কার্ডিয়াক আইসিইউ পুড়ে ছাই, রক্ষা পেল ৭ শিশু সবজির বাজার চড়া, কমেনি মুরগির দাম সারা দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি কৃষক লীগ নেতাদের গণভবনের শাক-সবজি উপহার দিলেন প্রধানমন্ত্রী চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৫ ডিগ্রি, হিট এলার্ট জারি শিশু হাসপাতালের আগুন সম্পূর্ণ নিভেছে

বিশ্বের শীর্ষ নারী শাসক শেখ হাসিনা

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৩৭ এএম, ১১ সেপ্টেম্বর ২০১৯ বুধবার

বিশ্বের শীর্ষ নারী শাসকের তালিকায় স্থান করে নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকারপ্রধান হিসেবে ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, যুক্তরাজ্যের মার্গারেট থ্যাচার এবং শ্রীলঙ্কার চন্দ্রিকা কুমারাতুঙ্গার রেকর্ড ভেঙেছেন তিনি।

সোমবার উইকিলিকসের এক জরিপের তথ্যের ভিত্তিতে ভারতীয় বার্তাসংস্থা ইউনাইটেড নিউজ অব ইন্ডিয়া এ তথ্য জানিয়েছে।

জরিপে বলা হয়েছে, টানা চতুর্থবারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন শেখ হাসিনা। প্রথম মেয়াদে ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন তিনি। পরে ২০০৮ সালে বিপুল ভোটে জয়ী হয়ে ফের প্রধানমন্ত্রী হন শেখ হাসিনা। এর পর ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনেও নিরঙ্কুশ জয় পায় তার দল আওয়ামী লীগ।

চলতি বছরের ৭ জানুয়ারি চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন শেখ হাসিনা। ইতিমধ্যে এ পদে ১৫ বছরেরও বেশি সময় পার করে ফেলেছেন তিনি।

অন্যদিকে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে ১৫ বছরের বেশি ক্ষমতায় ছিলেন ইন্দিরা গান্ধী। মার্গারেট থ্যাচার ব্রিটেন শাসন করেছেন ১১ বছর ২০৮ দিন। আর চন্দ্রিকা কুমারাতুঙ্গা শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্ট দুভাবেই ক্ষমতায় ছিলেন ১১ বছর ৭ দিন।

জরিপ অনুসারে, ১৯৯৭ থেকে ২০১৭ পর্যন্ত ২০ বছর ১০৫ দিন দেশ শাসন করেছেন সেন্ট লুসিয়ার গভর্নর জেনারেল ডেম পারলেট লুইজি। তিনি সবচেয়ে বেশি দিন ক্ষমতায় থাকা নারী। আইসল্যান্ডের ভিগডিস ফিনবোগডোটিয়ার ক্ষমতায় ছিলেন ১৯৮০ থেকে ১৯৯৬ পর্যন্ত প্রায় ১৬ বছর। তবে বিশ্ব রাজনীতিতে এ দুই নেতা খুব বেশি পরিচিত ছিলেন না।

ডেম উজেনিন ডোমেনিকার প্রধানমন্ত্রী হিসেবে ১৯৮০ সালের ২১ জুলাই থেকে ১৯৯৫ সালের ১৪ জুন পর্যন্ত ১৪ বছর ৩২৮ দিন তার দেশ শাসন করেছেন। ম্যারি ম্যাকঅ্যালিজ ১৩ বছর ৩৬৪ দিনের জন্য আয়ারল্যান্ডের নারী প্রেসিডেন্ট ছিলেন।

জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল বিশ্বের নারী রাষ্ট্রপ্রধানদের মধ্যে শীর্ষে অবস্থান করছেন। তিনি ২০০৫ সালের ২২ নভেম্বর ক্ষমতা গ্রহণের পর থেকে এখনও জার্মানির ক্ষমতায় আছেন।

বিশ্বে সবচেয়ে বেশি দিন রাষ্ট্রপ্রধান ও সরকারপ্রধান হিসেবে চার নারী সর্বাধিক পরিচিত। ইন্দিরা গান্ধী, মার্গারেট থ্যাচার, অ্যাঙ্গেলা মার্কেল ও শেখ হাসিনা তাদের দেশের প্রেক্ষাপট থেকে একটি নতুন দিকনির্দেশনা এবং নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছেন।

চতুর্থবার ক্ষমতা গ্রহণের মাধ্যমের হাসিনা অন্য বিশ্ববিখ্যাত নেত্রীদেরকে পেছনে ফেলেছেন। বাংলাদেশ গত কয়েক বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আর্থ-সামাজিক সমৃদ্ধি অর্জন করেছে। বাংলাদেশের জনগণের মাথাপিছু আয় ১৯০০ ডলার হয়েছে, যা কয়েক বছর আগে এক হাজার ডলারের নিচে ছিল।