ঢাকা, বৃহস্পতিবার ২৮, মার্চ ২০২৪ ২২:০২:৩৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বিশ্বে প্রতিদিন খাবার নষ্ট হয় ১০০ কোটি জনের বাসায় পর্যবেক্ষণে থাকবেন খালেদা জিয়া ট্রেনে ঈদযাত্রা: ৭ এপ্রিলের অগ্রিম টিকিট বিক্রি শুরু গাজায় নিহত বেড়ে ৩২ হাজার ৪৯০ অ্যানেস্থেসিয়ার ওষুধ বদলানোর নির্দেশ স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঈদ কেনাকাটায় ক্রেতা বাড়ছে ব্র্যান্ড শপে বাঁচানো গেল না সোনিয়াকেও, শেষ হয়ে গেল পুরো পরিবার

ভারতে একদিনে করোনা শনাক্ত ৮৩ হাজার, মৃত্যু ১০৮৫

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:৫১ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০২০ বুধবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

ভারতের করোনা পরিস্থিতি এখনো অপরিবর্তিত। দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রণালয়ের বুলেটিন অনুসারে আজ ২৩ সেপ্টেম্বর বুধবার সকাল ৮টা পর্যন্ত ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৫৬,৪৬,০১০। এ যাবৎ সংক্রমণে মৃত্যু হয়েছে ৯০,০২০ জনের। কোভিড সংক্রমণ সারিয়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৪৫,৮৭,৬১৩ জন। ভারতে এখন অ্যাকটিভ কেস ৯,৬৮,৩৭৭।

গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত হয়েছেন ৮৩,৫২৭ জন। সুস্থ হয়েছেন ৮৯,৭৪৬ জন। আর মৃত্যু হয়েছে ১০৮৫ জনের। ভারতে এখন সুস্থতার হার ৮১.২৫ শতাংশ। আর মৃত্যুহার ১.৫৯ শতাংশ।

ভারতের কোভিড পরিসংখ্যানের শীর্ষে থাকা মহারাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা ১২,৪২,৭৭০। সংক্রমণে মৃত্যু হয়েছে ৩৩,৪০৭ জনের। সুস্থ হয়েছেন ৯,৩৬,৫৫৪ জন। মহারাষ্ট্রে অ্যাকটিভ রোগীর সংখ্যা ২,৭২,৮০৯।

দ্বিতীয় স্থানে রয়েছে অন্ধ্রপ্রদেশ। সেখানে করোনা আক্রান্তের সংখ্যা ৬,৩৯,৩০২। কোভিড সংক্রমণে মৃত্যু হয়েছে ৫৪৬১ জনের। সুস্থ হয়ে উঠেছেন ৫,৬২,৩৭৬ জন। অন্ধ্রপ্রদেশে অ্যাকটিভ কেস ৭১,৪৬৫।

তৃতীয় স্থানে রয়েছে তামিলনাড়ু। এখানে করোনা আক্রান্ত হয়েছেন ৫,৫২,৬৭৪ জন। কোভিড সংক্রমণে মৃত্যু হয়েছে ৮৯৪৭ জনের। সংক্রমণ সারিয়ে সুস্থ হয়েছেন ৪,৯৭,৩৭৭ জন। তামিলনাড়ুতে অ্যাকটিভ রোগীর সংখ্যা ৪৬,৩৫০।

চতুর্থ স্থানে রয়েছে কর্নাটক। এখানে করোনা আক্রান্তের সংখ্যা ৫,৩৩,৮৫০। সংক্রমণে মৃত্যু হয়েছে ৮২২৮ জনের। কোভিড সংক্রমণ সারিয়ে সুস্থ হয়েছেন ৪,৩২,৪৫০ জন। কর্নাটকে অ্যাকটিভ রোগী ৯৩,১৭২ জন।

পঞ্চম স্থানে রয়েছে উত্তরপ্রদেশ। এখান করোনা আক্রান্তের সংখ্যা ৩,৪৬,৫৪৩। কোভিড সংক্রমণে মৃত্যু হয়েছে ৫২১২ জনের। সুস্থ হয়ে উঠেছেন ২,৯৬,১৮৩ জন। উত্তরপ্রদেশে অ্যাকটিভ কেস ৬৩,১৪৮।

ষষ্ঠ স্থানে রয়েছে দিল্লি। রাজধানী শহরে করোনা আক্রান্তের সংখ্যা ২,৫৩,০৭৫। কোভিড সংক্রমণে মৃত্যু হয়েছে ৫০৫১ জনের। সুস্থ হয়েছে ২,১৬,৪০১ জন। দিল্লিতে অ্যাকটিভ কেস ৩১,৬২৩। বিশ্বের কোভিড পরিসংখ্যানে দ্বিতীয় স্থানে রয়েছে ভারত।

-জেডসি