ঢাকা, বৃহস্পতিবার ২৮, মার্চ ২০২৪ ১৬:৫৩:৫৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বিশ্বে প্রতিদিন খাবার নষ্ট হয় ১০০ কোটি জনের বাসায় পর্যবেক্ষণে থাকবেন খালেদা জিয়া ট্রেনে ঈদযাত্রা: ৭ এপ্রিলের অগ্রিম টিকিট বিক্রি শুরু গাজায় নিহত বেড়ে ৩২ হাজার ৪৯০ অ্যানেস্থেসিয়ার ওষুধ বদলানোর নির্দেশ স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঈদ কেনাকাটায় ক্রেতা বাড়ছে ব্র্যান্ড শপে বাঁচানো গেল না সোনিয়াকেও, শেষ হয়ে গেল পুরো পরিবার

ভারতে একদিনে রেকর্ড ২০ হাজার ৯০৩ জন আক্রান্ত

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:০৬ পিএম, ৩ জুলাই ২০২০ শুক্রবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) ভারতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ২০ হাজার ৯০৩ জন। দেশটিতে একদিনে এত সংখ্যক মানুষ এর আগে সংক্রমিত হয়নি। এর ফলে দেশটি মোট আক্রান্তের সংখ্যা হলো ৬ লাখ ২৫ হাজার ৫৪৪ জন।আক্রান্তের পাশাপাশি অব্যাহত রয়েছে মৃত্যুর মিছিলও। গত ২৪ ঘণ্টায় দেশে ৩৭৯ জনের প্রাণ কেড়েছে করোনা। এই নিয়ে ভারতে মোট মৃত্যু হলো ১৮ হাজার ২১৩ জনের।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এর মধ্যে মহারাষ্ট্রেই মৃত্যু হয়েছে ৮ হাজার ১৭৮ জনের। দিল্লিতে মৃত্যু হয়েছে ২ হাজার ৮৬৪ জনের। এছাড়া গুজরাটে ১ হাজার ৮৮৬, তামিলনাড়ুতে ১ হাজার ৩২১ জন। উত্তরপ্রদেশে ৭৩৫, পশ্চিমবঙ্গে ৬৯৯ ও মধ্যপ্রদেশে ৫৮৯ জনের মৃত্যু হয়েছে।

এদিকে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। বিশেষ করে মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে। সেখানে এ পর্যন্ত ১ লাখ ৮৬ হাজার ৬২৬ জন আক্রান্ত হয়েছে। তামিলনাড়ু ও দিল্লিও পাল্লা দিয়ে এক লাখের দিকে এগোচ্ছে। তামিলনাড়ুতে মোট আক্রান্ত ৯৮ হাজার ৩৯২ ও দিল্লিতে ৯২ হাজার ১৭৫ জন। দেশের মোট সংক্রমণের মধ্যে ৬০ শতাংশই এই তিনটি রাজ্য থেকে।

অন্যদিকে, আক্রান্ত ও মৃত্যুর পাশাপাশি বাড়ছে সুস্থ হওয়ার সংখ্যাও। ভারতে মোট আক্রান্তের অর্ধেকেরও বেশি সুস্থ হয়ে উঠেছে। গত ২৪ ঘণ্টায় ২০ হাজার ৩২ জন সুস্থ হয়েছেন। যা একদিনে সর্বোচ্চ। এ নিয়ে মোট ৩ লাখ ৭৯ হাজার ৮৯২ জন করোনার কবল থেকে মুক্ত হয়েছে ভারতে।

-জেডসি