ঢাকা, শুক্রবার ২৯, মার্চ ২০২৪ ১২:৪২:৫১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
টাঙ্গাইলে শাড়ি তৈরিতে ব্যস্ত সময় পার করছেন তাঁতীরা রমজানের অর্ধেকেও কমেনি মাছ ও মাংসের দাম সেতু থেকে খাদে পড়ে বাসে আগুন, নিহত ৪৫ রমজানের অর্ধেকেও কমেনি মাছ ও মাংসের দাম ঈদযাত্রা: ৮ এপ্রিলের ট্রেনের টিকিট পাওয়া যাচ্ছে আজ বিশ্বে প্রতিদিন খাবার নষ্ট হয় ১০০ কোটি জনের বাসায় পর্যবেক্ষণে থাকবেন খালেদা জিয়া

ভারতে একদিনে রেকর্ড ২৮,৬৩৭ জন করোনা আক্রান্ত

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:৪২ পিএম, ১২ জুলাই ২০২০ রবিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

ভারতে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে প্রায় সাড়ে ৮ লাখে পৌঁছেছে। একদিনে ২৮ হাজারের বেশি সংক্রমণ হয়েছে। আজ রবিবার সকাল ৮ টা পর্যন্ত কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে প্রকাশ, দেশে এই পর্যন্ত ৮ লাখ ৪৯ হাজার ৫৫৩ জন করোনা আক্রান্ত হয়েছে। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২২ হাজার ৬৭৪।

সরকারি সূত্রে প্রকাশ, গত ২৪ ঘণ্টায় ২৮ হাজার ৬৩৭ জন করোনা আক্রান্ত হয়েছে যা এ পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা। একইসময়ে ৫৫১ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। মোট আক্রান্তের মধ্যে ৫ লাখ ৩৪ হাজার ৬২১ জন সুস্থ হওয়ায় দেশে বর্তমানে সক্রিয় করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৯২ হাজার ২৫৮ জন।

ভারতে সুস্থ হওয়ার হার সামান্য বেড়ে ৬২.৯২ শতাংশ হয়েছে। এছাড়া পজিটিভের হার হয়েছে ১০.২২ শতাংশ।

সক্রিয় করোনা রোগীর সংখ্যার নিরিখে মহারাষ্ট্র সবার উপরে রয়েছে। রাজ্যটিতে বর্তমানে ৯৯ হাজার ৪৯৯ জন করোনা রোগী চিকিৎসাধীন রয়েছে। এছাড়া তামিলনাড়ুতে ৪৬ হাজার ৪১৩, কর্ণাটকে ২০ হাজার ৮৮৭, রাজধানী দিল্লিতে ১৯ হাজার ৮৯৫, অন্ধ্র প্রদেশে ১২ হাজার ৫৩৩, তেলেঙ্গানায় ১২ হাজার ১৩৫, উত্তর প্রদেশে ১১ হাজার ৪৯০, গুজরাটে ১০ হাজার ২৬০ জন করোনা রোগী বর্তমান রয়েছে।  

এদিকে, মহারাষ্ট্রের রাজভবনে করোনা হানা দেওয়ায় সেখানকার গভর্নর ভগত সিং কেশিয়ারিকে আইসোলেশনে পাঠানো হয়েছে। রাজভবনের ১৬ কর্মীর করোনা পজিটিভ ধরা পড়েছে। রাজভবনের মোট ১০০ কর্মীর নমুনা পরীক্ষা করা হলে এদের মধ্যে ১৬ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে।

-জেডসি