ঢাকা, বুধবার ২৪, এপ্রিল ২০২৪ ১৪:২৯:০৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
‘পদ্মশ্রী’ গ্রহণ করলেন রেজওয়ানা চৌধুরী বন্যা কাতার-বাংলাদেশ ১০ চুক্তি-সমঝোতা সই কয়েক ঘণ্টায় ৮০ বারেরও বেশি কেঁপে উঠল তাইওয়ান ঢাকা থেকে প্রধান ১৫টি রুটে ট্রেনের ভাড়া যত বাড়ল মাকে অভিভাবকের স্বীকৃতি দিয়ে নীতিমালা করতে হাইকোর্টের রুল আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা নতুন করে ৭২ ঘণ্টার হিট অ্যালার্ট জারি

ভারতে করোনায় আক্রান্ত ৭ লাখ ৪২ হাজার, মৃত ২০,৬৪২

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:৪৬ পিএম, ৮ জুলাই ২০২০ বুধবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

ভারতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৭ লাখ ৪২ হাজার ৪১৭ জনে পৌঁছেছে। এছাড়া দেশটিতে মোট ২০ হাজার ৬৪২ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। আজ বুধবার সকাল ৮ টা পর্যন্ত কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে।

সরকারি সূত্রে প্রকাশ, গত ২৪ ঘণ্টায় ২২ হাজার ৭৫২ জন করোনায় সংক্রমণ হয়েছে। একইসময়ে ৪৮২ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। মোট আক্রান্তের মধ্যে ৪ লাখ ৫৬ হাজার ৮৩১ জন সুস্থ্ হওয়ায় বর্তমানে ২ লাখ ৬৪ হাজার ৯৪৪ জন সক্রিয় করোনা রোগী রয়েছে।

করোনায় মৃতের সংখ্যার নিরিখে মহারাষ্ট্র, দিল্লি, গুজরাট, তামিলনাড়ু, উত্তর প্রদেশ, পশ্চিমবঙ্গ, মধ্য প্রদেশ প্রভৃতি রাজ্য এগিয়ে রয়েছে।

করোনায় আক্রান্তের সংখ্যার নিরিখে এগিয়ে রয়েছে মহারাষ্ট্র, তামিলনাড়ু, দিল্লি, গুজরাট, উত্তর প্রদেশ, তেলেঙ্গানা, কর্ণাটক, পশ্চিমবঙ্গ প্রভৃতি রাজ্য।

করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যার নিরিখে ভারতের মহারাষ্ট্র রাজ্য সবার উপরে রয়েছে। রাজ্যটিতে এ পর্যন্ত ৯ হাজার ২৫০ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় সেখানে ২২৪ জন মারা গেছে। মোট আক্রান্ত হয়েছে ২ লাখ ১৭ হাজার ১২১ জন।

রাজধানী দিল্লিতে করোনায় এ পর্যন্ত মৃতের সংখ্যা ৩ হাজার ১৬৫। আক্রান্ত হয়েছে ১ লাখ ২ হাজার ৮৩১ জন। গত ২৪ ঘণ্টায় সেখানে ৫০ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজ্য গুজরাটে ১ হাজার ৯৭৭ জন করোনা রোগী মারা গেছে। রাজ্যটিতে মোট ৩৭ হাজার ৫৫০ জন করোনা আক্রান্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় ৭৭৮ টি নয়া সংক্রমণ ও ১৭ জন প্রাণ হারিয়েছে।

তামিলনাড়ুতে ১ হাজার ৬৩৬ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। এখানে করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ১৮ হাজার ৫৯৪।

উত্তর প্রদেশে করোনায় প্রাণ হারিয়েছে ৮২৭ জন। আক্রান্তের সংখ্যা ২৯ হাজার ৯৬৮

পশ্চিমবঙ্গে ৮০৪ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছে ২৩ হাজার ৮৩৭ জন। রাজ্যটিতে গত ২৪ ঘণ্টায় ৮৫০ টি নয়া সংক্রমণ ও ২৫ জনের মৃত্যু হয়েছে। এসব তথ্য ছাড়াও ভারতের অন্যান্য রাজ্যে একনাগাড়ে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে।

-জেডসি