ঢাকা, বুধবার ২৪, এপ্রিল ২০২৪ ১৭:৪৩:৪৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
খালেদার গ্যাটকো মামলায় চার্জগঠনের শুনানি পেছাল কুড়িগ্রামে তাপদাহ: বৃষ্টির জন্য নামাজ আদায় থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা ‘পদ্মশ্রী’ গ্রহণ করলেন রেজওয়ানা চৌধুরী বন্যা কাতার-বাংলাদেশ ১০ চুক্তি-সমঝোতা সই

ভোলায় বুলবুলে’র প্রভাবে ঘর-বাড়ি বিধ্বস্ত

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:২৮ পিএম, ১০ নভেম্বর ২০১৯ রবিবার

ভোলায় ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে শনিবার রাতে ১৭টি কাঁচা ঘর-বাড়ি বিধ্বস্ত ও ৫ জন আহত হয়েছে। এর মধ্যে লালমোহন উপজেলার লর্ডহাডিং ইউনিয়নে ৭টি ও চরফ্যাসনের এওয়াজপুরে ১০টি ঘর রয়েছে। এছাড়া গাছ চাঁপা পড়ে লালমোহনে ৫ জন আহত হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে তারা বর্তমানে আশংকামুক্ত রয়েছে।

জেলা প্রশাসক মাসুদ আলম সিদ্দিক আজ রোববার সকালে জানান, ক্ষতিগ্রস্ত পরিাবারগুলোকে গৃহ নির্মাণের জন্য ২ বান্ডিল করে টিন, নগদ ৬ হাজার টাকা ও ২০ কেজি করে চাল দেওয়া হবে।

তিনি বলেন, ঘূর্ণিঝড় ‘বুলবুল’ মোকাবেলায় আমরা জেলা প্রশাসন থেকে সব ধরণের প্রস্ততি নিয়েছি। ভোলার ৭০৪টি আশ্রয় কেন্দ্রে এখন পর্যন্ত ৩ লাখ ২৮ হাজার মানুষ আশ্রয় নিয়েছে। তাদের খিচুড়ি ও শুস্ক খাবার দেওয়া হচ্ছে। এছাড়াও মুজিব কিল্লায় লক্ষাধিক গবাদি পশু নিরাপদে রয়েছে।

এদিকে বুলবুলের প্রভাবে ভোররাত থেকে উপকূলীয় জেলা ভোলায় বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। আজ সকাল থেকে ভারি বৃষ্টি ও সেইসাথে ঝড়ো হাওয়া বইছে। নদী তীরবর্তী বিভিন্ন নিচু এলাকা প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে। সকল মাছ ধরার নৌযানকে তীরে অবস্থান করতে দেখা গেছে।