ঢাকা, মঙ্গলবার ২৩, এপ্রিল ২০২৪ ২০:৪৫:৫১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
‘পদ্মশ্রী’ গ্রহণ করলেন রেজওয়ানা চৌধুরী বন্যা কাতার-বাংলাদেশ ১০ চুক্তি-সমঝোতা সই কয়েক ঘণ্টায় ৮০ বারেরও বেশি কেঁপে উঠল তাইওয়ান ঢাকা থেকে প্রধান ১৫টি রুটে ট্রেনের ভাড়া যত বাড়ল মাকে অভিভাবকের স্বীকৃতি দিয়ে নীতিমালা করতে হাইকোর্টের রুল আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা নতুন করে ৭২ ঘণ্টার হিট অ্যালার্ট জারি

মালিবাগে ২ পোশাক শ্রমিক নিহত: বাসচালক কারাগারে

আদালত প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:৫৯ পিএম, ২ জানুয়ারি ২০১৯ বুধবার

বাঁ থেকে নাহিদ পারভিন পলি (২০) ও মীম আক্তার (১৫)।

বাঁ থেকে নাহিদ পারভিন পলি (২০) ও মীম আক্তার (১৫)।

রাজধানীর মালিবাগে বাসচাপায় দুই পোশাক শ্রমিক নিহত হওয়ার ঘটনার মামলায় বাসচালক মো. জুনায়েদকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ বুধবার এ আসামিকে আদালতে হাজির করে মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরির্দশক (এসআই) ফারুখ খান কারাগারে আটক রাখার আবেদন করেন। 
ঢাকার মহানগর হাকিম শাহিনুর রহমান শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। শুানিকালে এ আসামির পক্ষের কোনো আইনজীবী ছিল না। 
পুলিশের আবেদনে বলা হয়, প্রাথমিক তদন্তে জানা যায় আসামি জুনায়েদ ঢাকা মেট্টো-ব- ১১-৯৬১৩ এর চালক। সে বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে গত ১ জনুয়ারি হাতিরঝির থানাধীন মালিবাগ চৌধুরীপাড়াস্থ আবুল হোটেলের সামনের রাস্তার পোশাক শ্রমিক নাহিদ পারভিন পলি (২০) ও মীম আক্তারকে (১৫) চাপা দিয়ে মুত্যু ঘটায়। আসামির বিরুদ্ধে তদন্ত অব্যহত রয়েছে। তাই তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখা প্রয়োজন।
প্রসঙ্গত, বাস দুর্ঘটনায় নিহতের ঘটনার পর গত মঙ্গলবার রাতেই নিহত পলির মা জরিনা বেগম বাদী হয়ে হাতিরঝিল থানায় দণ্ড বিধির ২৭৯, ৩০৪ (খ) এবং ৩৩৭ ধারায় এ মামলা দায়ের করেন। ঘটনার পর স্থানীয় জনতা এবং পোশাক শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শনকালে একাধিক বাসে আগুন ধরিয়ে দেয় এবং কয়েকটি গাড়ি ভাঙচুরও করেন। 
নিহত পলি নীলফামারীর সৈয়দপুর উপজেলার মৃত ইজাজ আহম্মেদের মেয়ে। আর মিম বগুড়ার গাবতলীর উপজেলার সোনা মিয়ার মেয়ে। দু’জনই মালিবাগস্থ এমএইচ পোশাক কারখানায় কাজ করবেন এবং মগবাজার পূর্ব নয়াটোলায় একটি রুম ভাড়া করে থাকতেন।