ঢাকা, শুক্রবার ২৬, এপ্রিল ২০২৪ ৪:১৮:২১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
যুদ্ধ কোনো সমাধান দিতে পারে না, এটা বন্ধ হওয়া উচিত: প্রধানমন্ত্রী ফেসবুকে পোস্ট দিয়ে সন্তানকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন মা আরও ৩ দিন হিট অ্যালার্ট জারি যুক্তরাষ্ট্রে টিকটক নিষিদ্ধ করার বিল সিনেটে পাস

যশোরে শিশু উন্নয়ন কেন্দ্রে দুই গ্রুপের সংঘর্ষ, নিহত ৩

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:০০ পিএম, ১৪ আগস্ট ২০২০ শুক্রবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

যশোরের শিশু উন্নয়ন কেন্দ্রে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে ৩ জন নিহত হয়েছে। বৃহস্পতিবার বিকালে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহতরা হল- খুলনার দৌলতপুরের মহেশ্বরপাশা পশ্চিম সেনপাড়ার রোকা মিয়ার ছেলে পারভেজ হাসান রাব্বি (১৮), বগুড়ার শেরপুর উপজেলার মহিপুরের আলহাজ্ব নুরুল ইসলাম নুরুর ছেলে রাসেল ওরফে সুজন (১৮) এবং বগুড়ার শিবগঞ্জ উপজেলার নান্নু প্রামাণিকের ছেলে নাঈম হোসেন (১৭)।

নিহতদের মধ্যে নাঈম ধর্ষণ এবং পারভেজ হত্যা মামলার আসামী। যশোরের অতিরিক্ত পুলিশ সুপার তৌহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার বিকেলে শিশু উন্নয়ন কেন্দ্রের অভ্যন্তরে সংঘর্ষ হয়। এসময় তিনজন মারা যায়। উন্নয়ন কেন্দ্রের কর্মকর্তারা সন্ধ্যায় মরদেহ হাসপাতাল মর্গে নিয়ে যান।

শিশু উন্নয়ন কেন্দ্রের প্রশিক্ষক মুশফিক জানান, কয়েকদিন আগে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়। ওই ঘটনার জেরে বৃহস্পতিবার বিকেলে আবারও সংঘর্ষ হয়। এতে নাইম, রাব্বি ও রাসেল গুরুতর আহত হয়। তাদেরকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

-জেডসি