ঢাকা, শুক্রবার ২৯, মার্চ ২০২৪ ১:৩৬:৫২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বিশ্বে প্রতিদিন খাবার নষ্ট হয় ১০০ কোটি জনের বাসায় পর্যবেক্ষণে থাকবেন খালেদা জিয়া ট্রেনে ঈদযাত্রা: ৭ এপ্রিলের অগ্রিম টিকিট বিক্রি শুরু গাজায় নিহত বেড়ে ৩২ হাজার ৪৯০ অ্যানেস্থেসিয়ার ওষুধ বদলানোর নির্দেশ স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঈদ কেনাকাটায় ক্রেতা বাড়ছে ব্র্যান্ড শপে বাঁচানো গেল না সোনিয়াকেও, শেষ হয়ে গেল পুরো পরিবার

‘যাকে দেখতে যেতাম সেই তো চলে গেল’: অর্মত্য সেন

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:৫১ পিএম, ৮ নভেম্বর ২০১৯ শুক্রবার

তখন হাভার্ডে ক্লাস নিচ্ছিলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ এবং প্রফেসর অমর্ত্য সেন ৷ সেসময়ই সুদূর ভারত থেকে খারাপ খবর বয়ে নিয়ে এল একটি ফোন ৷ প্রাক্তন স্ত্রী-প্রখ্যাত সাহিত্যিক নবনীতা দেবসেন আর নেই ৷ ভারতীয় সময় সন্ধে ৭.৩৫-এ সকলকে ছেড়ে পরলোক পাড়ি দিয়েছেন তিনি ৷

একটা দীর্ঘশ্বাস, বহু ধুলো পড়ে যাওয়া স্মৃতি এক ঝলকে ভেসে এল চোখের সামনে ৷ ভারাক্রান্ত গলায় ঘনিষ্ঠমহলে বললেন, ‘কি হবে আর কলকাতায় ফিরে! যার সঙ্গে দেখা করতে যেতাম সেই তো আর নেই ৷ চলে গিয়েছেন আমাদের ছেড়ে ৷’

১৯৬০ সালে অর্থনীতিবিদ অমর্ত্য সেনের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন প্রখ্যাত সাহিত্যিক নবনীতা দেবসেন ৷ তবে দুজনেই ১৬ বছরের দাম্পত্যে ইতি টানেন ১৯৭৬ সালে ৷ সাংবাদিক-সম্পাদক অন্তরা ও অভিনেত্রী-সমাজকর্মী নন্দনা দেবসেন তাদের কন্যা ৷

বৃহস্পতিবার কলকাতায় নিজের বাড়িতেই শেষ নিশ্বাস ত্যাগ করেন সাহিত্যিক নবনীতা দেবসেন ৷ বয়স হয়েছিল ৮১ বছর ৷ ক্যানসার রোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন অসুস্থ ছিলেন তিনি ৷ অঙ্গপ্রতঙ্গ বিকল হয়ে যায় তার ৷ ১৯৯৯-তে সাহিত্য অকাদেমি পান ৷ ২০০০ সালে পদ্মশ্রী পান প্রয়াত এই সাহিত্যিক ৷

নবনীতা দেবসেনের প্রয়াণে শোকের ছায়া বাংলা সাহিত্যজগতে ৷

সূত্র : News18 Bangla