ঢাকা, শুক্রবার ২৯, মার্চ ২০২৪ ১১:২৭:৩৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ঈদযাত্রা: ৮ এপ্রিলের ট্রেনের টিকিট পাওয়া যাচ্ছে আজ বিশ্বে প্রতিদিন খাবার নষ্ট হয় ১০০ কোটি জনের বাসায় পর্যবেক্ষণে থাকবেন খালেদা জিয়া ট্রেনে ঈদযাত্রা: ৭ এপ্রিলের অগ্রিম টিকিট বিক্রি শুরু গাজায় নিহত বেড়ে ৩২ হাজার ৪৯০ অ্যানেস্থেসিয়ার ওষুধ বদলানোর নির্দেশ স্বাস্থ্য মন্ত্রণালয়ের

যুক্তরাষ্ট্রে আঘাত হানতে যাচ্ছে শক্তিশালী দুটি হারিকেন

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৪২ পিএম, ২৪ আগস্ট ২০২০ সোমবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

ধীরে ধীরে শক্তি সঞ্চয় করে শক্তিশালী হারিকেনে রুপ নিচ্ছে গ্রীষ্মমণ্ডলীয় দুটি ঝড়, মার্কো এবং লরা। আগামী সপ্তাহে আঘাত হানতে পারে যুক্তরাষ্ট্রের মূলভূখণ্ডে।

দেশটির ন্যাশনাল হারিকেন সেন্টার জানিয়েছে, ‘ঘূর্ণিঝড় মার্কো’ শনিবার সন্ধ্যায় মেক্সিকো উপসাগরে প্রবেশ করে। সোমবার দুপুরে যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অথবা মিসিসিপি রাজ্যে আঘাত হানতে পারে।

এদিকে শনিবার ডোমিনিকান রিপালিকের পূর্বাঞ্চলে অবস্থান করা ‘ঘূর্ণিঝড় লরা’ ‘অধিক শক্তি’ সঞ্চয় করে, মঙ্গলবার বিকালে হারিকেনে রুপ নিতে পারে। বুধবার বিকালে টেক্সাস থেকে ফ্লোরিডা উপকূলে আঘাত হানতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে।

হারিকেন সেন্টারের মুখপাত্র ডেনিস ফিল্টজেন জানান, একসাথে শক্তিশালি দুটি হারিকেনের ঘটনা নজিরবিহীন। এর আগে, ১৯৩৩ সালের ৪ ও ৫ই সেপ্টম্বর ২৩ ঘটনার ব্যবধানে যুক্তরাষ্ট্রে আঘাত হেনেছিলো দু’টি শক্তিশালী ঝড়।

এদিকে, ঝড়ের শঙ্কায়, রাজ্যজুড়ে জরুরি অবস্থা ঘোষনা করেছেন লুইজিয়ানা গভর্নর বিল অ্যাডওয়ার্ডস। একই সাথে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে ফেডারেল জরুরি অবস্থা জারির পরামর্শও দিয়েছেন তিনি।

-জেডসি