ঢাকা, শনিবার ২০, এপ্রিল ২০২৪ ১৭:২৩:৫৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হাসপাতালের কার্ডিয়াক আইসিইউ পুড়ে ছাই, রক্ষা পেল ৭ শিশু সবজির বাজার চড়া, কমেনি মুরগির দাম সারা দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি কৃষক লীগ নেতাদের গণভবনের শাক-সবজি উপহার দিলেন প্রধানমন্ত্রী চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৫ ডিগ্রি, হিট এলার্ট জারি শিশু হাসপাতালের আগুন সম্পূর্ণ নিভেছে

রাঙামাটিতে ট্রাকচাপায় প্রাণ গেলো বিশ্ববিদ্যালয় ছাত্রীর

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:১৫ পিএম, ১৭ নভেম্বর ২০১৯ রবিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রাঙামাটির ঘাগড়া এলাকায় ট্রাকচাপায় এশিচিং মারমা (২০) নামে এক বিশ্ববিদ্যালয় ছাত্রী নিহত হয়েছে। আহত হয়েছে আরো চারজন।  আহতদের মধ্যে থেকে একজনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

রবিবার (১৭ নভেম্বর) সকাল ৯টার দিকে রাঙামাটি-চট্টগ্রাম মহাসড়কের কাউখালীর কলাবাগান এলাকায় এই ঘটনা ঘটে।

এশিচিং মারমা রাঙামাটির কাউখালীর ঘাগড়া ইউনিয়নের পেরাছড়া গ্রামের থোয়াইচিং মারমার মেয়ে। সে রাঙামাটি সরকারী কলেজের অর্থনীতি সম্মান প্রথম বষের্র শিক্ষার্থী ছিলো।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কাউখালী থানার পুলিশ উপ পরিদর্শক হারুনর রশীদ বলেন, আ সকালে কাউখালী থেকে একটি সিএনজি চালিত অটোরিকশা যাত্রী নিয়ে রাঙামাটি শহরের দিকে আসছিলো। অটোরিকশাটি কলাবাগান এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই এশিচিং মারমা মারা যান ও চালকসহ অন্য তিন যাত্রী আহত হয়।

এই ঘটনায় ঘাতক ট্রাকটিকে উদ্ধার ও ট্রাকে থাকা দুইজন শ্রমিককে আটক করা হয়েছে। তবে, ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছে। নিহতের লাশ রাঙামাটি হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান হারুনর রশীদ।

-জেডসি