ঢাকা, শুক্রবার ১৯, এপ্রিল ২০২৪ ২১:৪৮:৩৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হাসপাতালের কার্ডিয়াক আইসিইউ পুড়ে ছাই, রক্ষা পেল ৭ শিশু সবজির বাজার চড়া, কমেনি মুরগির দাম সারা দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি কৃষক লীগ নেতাদের গণভবনের শাক-সবজি উপহার দিলেন প্রধানমন্ত্রী চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৫ ডিগ্রি, হিট এলার্ট জারি শিশু হাসপাতালের আগুন সম্পূর্ণ নিভেছে

রাজনীতিতে ৩৬ বছর খালেদা জিয়ার

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:০৯ পিএম, ৪ জানুয়ারি ২০১৯ শুক্রবার

ফাইল ছবি

ফাইল ছবি

বিএনপি চেয়ারপারসন কারাবন্দি খালেদা জিয়ার রাজনীতিতে ৩৬ বছর পূর্ণ হয়েছে বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। ৩ জানুয়ারি তার রাজনীতি জীবনের ৩৬ বছর পূর্ণ হয়েছে। আজ শুক্রবার এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

গত বছরের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষণার পর পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডে অবস্থিত পুরনো কেন্দ্রীয় কারাগারে কারাবন্দি জীবনযাপন করছেন খালেদা জিয়া।

 নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে রিজভী বলেন, ‘৩ জানুয়ারি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ৩৬ বছরের রাজনৈতিক জীবন পূর্ণ হলো। ১৯৮২ সালের ৩ জানুয়ারি বেগম খালেদা জিয়া বিএনপির প্রাথমিক সদস্য হিসাবে দলে যোগ দেন।
 
তিনি বলেন, এর দুই মাসের মধ্যে গণতন্ত্র হত্যা করে হোসাইন মোহাম্মদ এরশাদ সামরিক শাসন জারি করেন।’

রিজভী আহমেদ বলেন, ‘সেই সময়ে নিরবিচ্ছিন্ন সংগ্রামে তিনি (বেগম খালেদা) জাতীয় রাজনীতির মঞ্চে একক ও অনন্য নেতৃত্বে সুপ্রতিষ্ঠিত হন। দীর্ঘ ৯ বছরের সংগ্রামে, সংকটে আপোষহীন ধারায় জনগণের সঙ্গে অঙ্গীকার ও প্রতিশ্রুতি রক্ষা করে গণতন্ত্রকে ফিরিয়ে নিয়ে আসেন। শুরু হয় গণতন্ত্রের পথ চলা।  

তিনি বলেন, তার ৩৬ বছরের রাজনৈতিক জীবনে দেশ ও জাতির প্রতি অবদানের জন্য আমরা আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমরা তার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি।’

খালেদা জিয়াকে বিনা চিকিৎসা ও অস্বাস্থ্যকর পরিবেশে রাখা এবং কারাবিধি অনুযায়ী নিকটজনদের সঙ্গে তার সাক্ষাৎ করতে নানা ফন্দিফিকির করা হচ্ছে বলে মন্তব্য করেন বিএনপির এই নেতা। 

তিনি বলেন, ‘৭ দিন পরপর আত্মীয় স্বজনদের সঙ্গে তার দেখা করার কথা। অথচ বেগম জিয়ার জন্য কারা কর্তৃপক্ষ ১৫ দিন পরপর সাক্ষাতের বিধান করে। এবার ২০-২১ দিন অতিবাহিত হলেও দেশনেত্রীর সঙ্গে তার আত্মীয়-স্বজনদের সাক্ষাৎ করতে দেয়া হয়নি। দলের সিনিয়র নেতারা ও দেশনেত্রীর ব্যক্তিগত চিকিৎসকরা বিগত চারমাস যাবৎ বেগম জিয়ার সঙ্গে দেখা করতে পারছেন না।’

রিজভী মন্তব্য করেন, ‘বেগম জিয়ার ওপর সরকারি জুলুমের বিরুদ্ধে জনগণের ক্ষোভ আঁচ করতে না পারলেও তা যেকোনো মুহূর্তে প্রবল ঘূর্ণিতে টর্নেডোর আঘাত আসবে ’

নির্বাচনে বিএনপির ‘ভুল’ নিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের যে বক্তব্য দিয়েছেন, সে বিষয়ে রিজভী আহমেদ বলেন, ‘কে ভুল করেছে ইতিহাস তার স্বাক্ষ্য দেবে।’

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, সহ-দফতর সম্পাদক মুনির হোসেন, নির্বাহী সদস্য আমিনুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।