ঢাকা, শুক্রবার ১৯, এপ্রিল ২০২৪ ১১:০৮:৩৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
তীব্র তাপপ্রবাহ, সতর্ক থাকতে মাইকিং ভারতের লোকসভা নির্বাচনের প্রথম ধাপ আজ শুরু জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই দেশ আরও উন্নত হতো টাইমের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় বাংলাদেশের মেরিনা নান্দাইলে নারী শ্রমিককে কুপিয়ে হত্যা তীব্র গরমে জনজীবনে দুর্ভোগ, বাড়ছে জ্বর-ডায়রিয়া

রাজশাহীতে ভিটামিন `এ` ক্যাপসুল খাবে ৬৩ হাজার শিশু

| উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:৩৭ পিএম, ১৫ জানুয়ারি ২০১৯ মঙ্গলবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

আগামী ১৯ জানুয়ারি (শনিবার) রাজশাহী মহানগরীতে প্রায় ৬৩ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়াবে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)।

মঙ্গলবার সকালে নগর ভবনের সরিৎ দত্ত গুপ্ত সভাকক্ষে এক পরিকল্পনা সভায় এ তথ্য জানানো হয়।

সভায় জানানো হয়, মহানগরীতে স্থায়ী ৩৪৩ ও ভ্রাম্যমাণ ৪১টিসহ মোট ৩৮৪টি কেন্দ্রে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন চলবে। ওই দিন ৬ থেকে ১১ মাস বয়সী ৭ হাজার ৯৭৬ জন শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এছাড়া ১২ থেকে ৫৯ মাস বয়সের ৫৫ হাজার ২৪৭ শিশুকে খাওয়ানো হবে একটি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল।

এ উপলক্ষে ক্যাম্পেইনের আগের দিন সিটি করপোরেশনের ওয়ার্ডগুলোতে মাইকিং করা হবে। এছাড়া শুক্রবার জুমার নামাজের আগে মসজিদ এবং সময় অনুযায়ী অন্যান্য উপাসনালয়ে ভিটামিন ‘এ’ ক্যাপসুলের প্রয়োজনীয়তা তুলে ধরে শিশুকে নিকটস্থ টিকাদান কেন্দ্রে নিয়ে যাওয়ার জন্য অভিভাবকদের উদ্বুদ্ধ করা হবে।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, সিটি করপোরেশনের প্যানেল মেয়র-১ সরিফুল ইসলাম বাবু। ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিমের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন রাজশাহীর উপ-পরিচালক (স্বাস্থ্য) ডা. গোপেন্দ্রনাথ আচার্য্য, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক রাশেদুল কবির, বাংলাদেশ বেতারের আঞ্চলিক পরিচালক হাসান আকতার ও রাজশাহী পরিবার পরিকল্পনা বিভাগের সহকারী পরিচালক তাসিকুল হক।

-জেডসি