ঢাকা, বৃহস্পতিবার ২৫, এপ্রিল ২০২৪ ১৫:৩৮:২৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
যুদ্ধ কোনো সমাধান দিতে পারে না, এটা বন্ধ হওয়া উচিত: প্রধানমন্ত্রী ফেসবুকে পোস্ট দিয়ে সন্তানকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন মা আরও ৩ দিন হিট অ্যালার্ট জারি যুক্তরাষ্ট্রে টিকটক নিষিদ্ধ করার বিল সিনেটে পাস

শিক্ষা প্রতিষ্ঠানে অনিয়মরোধে নজরদারি করা হবে: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:৪৯ পিএম, ৭ সেপ্টেম্বর ২০১৯ শনিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি বলেছেন, শিক্ষা প্রতিষ্ঠানে অনিয়মরোধে অচিরেই অনলাইনে নজরদারি করা হবে। সেই লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয় থেকে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, কারিগরি ও মাদ্রাসাগুলোতে মাঠ পর্যায়ে আমাদের নজরদারী বৃদ্ধি করা হয়েছে।

শনিবার দুপুরে চাঁদপুরের হাইমচর উপজেলায় দূর্গাপুর উচ্চ বিদ্যালয়ে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, এখন আমরা অনলাইনের মাধ্যমেও প্রতিষ্ঠানগুলোতে মনিটরিং এর চিন্তাভাবনা করছি। খুব শীঘ্রই আমরা এই ব্যবস্থা করতে পারবো। যাতে করে বিভিন্ন সময় কোনো দুর্ঘটনা ও অনিয়মের কথা শুনি, সেগুলো যেন বন্ধ হয়। যদি খুব ভালো মনিটরিং করা যায়, তাহলে এ ধরনের ঘটনা বন্ধ করতে পারবো বলে আশাকরি। আমরা সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছি।

তিনি আরো বলেন, ১০ বছর ধরে যে পরিবর্তন সূচিত হচ্ছে তারই ধারাবাহিকতায় শিক্ষা ক্ষেত্রও এগিয়ে যাচ্ছে। আমরা চাচ্ছি শিশুকাল থেকেই যেন শিক্ষার্থীদের মনে মূল্যবোধ সৃষ্টি করা যায়। আমাদের যেই কারিকুলাম রয়েছে তার মধ্যে আমরা সেগুলো অন্তর্ভূক্ত করছি।

দীপু মনি বলেন, আমরা নতুন একটি কার্যক্রম শুরু করছি ‘মুক্তিযুদ্ধকে জানো, বঙ্গবন্ধুকে জানো’। এর মধ্যদিয়ে সপ্তম, অষ্টম ও নবম শ্রেণির শিক্ষার্থীরা তার এলাকায় মুক্তিযুদ্ধের সময় কি ঘটেছিল তা মুক্তিযোদ্ধাদের সাথে কথা বলে সেই ইতিহাস তুলে আনবে। মুক্তিযুদ্ধ সম্পর্কে জানবে, বঙ্গবন্ধুকে জানবে। তার মধ্যদিয়ে তাদের মধ্যে দেশ প্রেম গড়ে উঠবে। দেশের ইতিহাস সম্পর্কে জানবে আর তখনই দেশের প্রতি তাদের ভালোবাসা, মমত্ববোধ আরো বৃদ্ধি পাবে। আমরা আশাকরি আমাদের গৃহীত পদক্ষেপের মাধ্যমে শিক্ষা ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আনতে পারবো।

এসময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান, পুলিশ সুপার জিহাদুল কবির, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলাল, হাইমচর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. নূর হোসেন পাটওয়ারী, ফরিদগঞ্জ উপজেলা চেয়ারম্যান জাহিদুল ইসলাম রোমান, হাইমচর উপজেলা শিক্ষা কর্মকর্তা একেএম মীর হোসেন প্রমুখ।

-জেডসি