ঢাকা, শনিবার ২০, এপ্রিল ২০২৪ ১৩:৪৮:২০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হাসপাতালের কার্ডিয়াক আইসিইউ পুড়ে ছাই, রক্ষা পেল ৭ শিশু সবজির বাজার চড়া, কমেনি মুরগির দাম সারা দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি কৃষক লীগ নেতাদের গণভবনের শাক-সবজি উপহার দিলেন প্রধানমন্ত্রী চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৫ ডিগ্রি, হিট এলার্ট জারি শিশু হাসপাতালের আগুন সম্পূর্ণ নিভেছে

শীতজনিত রোগে ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫,৪৩২

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৫:৫১ পিএম, ৪ জানুয়ারি ২০২০ শনিবার

শীতজনিত বিভিন্ন রোগে গত ২৪ ঘণ্টায় দেশব্যাপী ৫ হাজার ৪৩২ জন আক্রান্ত হয়েছেন। আজ  শনিবার স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য জানিয়েছে।

অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেয়া তথ্যমতে, ৭৬৮ জন রোগী শ্বাসযন্ত্রের তীব্র সমস্যার কারণে চিকিৎসা নিয়েছেন।

অন্যদিকে, ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ১ হাজার ৯০৪ জন এবং জন্ডিস, চোখের সমস্যা, চর্মরোগ ও জ্বরসহ অন্যান্য রোগের চিকিৎসা নিয়েছেন ২ হাজার ৭৬০ জন।

গত ১ নভেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত শীতজনিত রোগের কারণে দেশজুড়ে ৫১ জন মারা যাওয়ার খবর পাওয়া গেছে।