ঢাকা, বৃহস্পতিবার ২৫, এপ্রিল ২০২৪ ২০:৩০:১১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
যুদ্ধ কোনো সমাধান দিতে পারে না, এটা বন্ধ হওয়া উচিত: প্রধানমন্ত্রী ফেসবুকে পোস্ট দিয়ে সন্তানকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন মা আরও ৩ দিন হিট অ্যালার্ট জারি যুক্তরাষ্ট্রে টিকটক নিষিদ্ধ করার বিল সিনেটে পাস

সমীক্ষা নিয়ে হতাশ হবেন না, দলীয় কর্মীদের প্রিয়াঙ্কার

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:১৮ পিএম, ২১ মে ২০১৯ মঙ্গলবার

ভারতের পশ্চিমবঙ্গে এক্সিট পোল ইতিমধ্যেই প্রকাশিত৷ তাতে ফের গেরুয়া ঝড়ের ইঙ্গিত৷ খুব একটা সুবিধা করতে পারবে না কংগ্রেস, জানান দিচ্ছে সমীক্ষা৷ তবে এই এক্সিট পোল দেখে হতাশ হবেন না৷ এমনই বার্তা কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধীর৷

আজ মঙ্গলবার দলীয় কর্মী সমর্থকদের উদ্দ্যেশে তিনি বলেন, বুথ ফেরত সমীক্ষা দেখে হতাশ হবেন না, ভেঙে পড়বেন না৷ এই ধরণের সমীক্ষাগুলিকে গুরুত্ব দেওয়ার দরকার নেই৷ আসল ফলাফল ভোটাররাই দেবেন৷ এক্সিট পোলের বেশিরভাগই ভুয়ো হয় বলে মত প্রিয়াঙ্কা গান্ধীর৷

প্রিয়াঙ্কার দাবি কংগ্রেসের মনোবল ভেঙে দেওয়ার জন্যই বিজেপি চক্রান্ত করে এই ধরণের বুথ ফেরত সমীক্ষাগুলি করিয়েছে৷ তাই তার বার্তা কোনওভাবেই যেন প্ররোচনায় পা না দেওয়া হয়৷ কংগ্রেস কর্মীদের শক্ত থাকার পরামর্শ দিয়েছেন তিনি৷

স্ট্রং রুমের আশেপাশে সন্দেহজনক গতিবিধি নজরে আসলে প্রশাসনের সঙ্গে সহযোগিতা করার নির্দেশ দিয়েছেন প্রিয়াঙ্কা৷ তিনি আরও বলেন, ইভিএম এখন স্ট্রং রুম বন্দী৷ ফলে নানা চক্রান্ত করার ঘটনা ঘটতে পারে৷ সাবধান থাকুন, সতর্ক থাকুন৷ ২৩ তারিখ পর্যন্ত এই সতর্কতা জারি রাখুন৷

এদিকে  বুথ ফেরত সমীক্ষা বলছে পশ্চিমবঙ্গের ৪২টি আসনের মধ্যে ১১টি পেতে চলেছে বিজেপি৷ ৯টি আসন বাড়িয়ে মুকুল রায়কে স্বস্তি দিয়ে বাংলায় ফুটতে চলেছে পদ্মফুল৷ 

অন্যদিকে ২৯টি আসন পাবে তৃণমূল, বলছে সমীক্ষা৷ শতাংশের হিসেবে বিজেপির দখলে ৩১.৮৬ শতাংশ৷ কংগ্রেসের শিকে ছিড়বে ৮.৮ শতাংশ৷ তৃণমূলের দখলে ৩৯.১ শতাংশ ও বামেদের ভাগ্যে জুটবে ১৫.৯ শতাংশ ভোট৷

নজরে ছিল উত্তরপ্রদেশ৷ বলা হয় এই রাজ্যের সবচেয়ে বেশি আসন যার, কেন্দ্রে ক্ষমতা তার৷ ৮০টি লোকসভা আসনের মধ্যে বিজেপির ভাগ্যে আসতে চলেছে ৫৬টি আসন৷ সেখানে মহাগঠবন্ধন বা এসপি বিএসপি জোট পাচ্ছে ২০টি আসন৷