ঢাকা, বৃহস্পতিবার ২৮, মার্চ ২০২৪ ১৬:১৪:০৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বিশ্বে প্রতিদিন খাবার নষ্ট হয় ১০০ কোটি জনের বাসায় পর্যবেক্ষণে থাকবেন খালেদা জিয়া ট্রেনে ঈদযাত্রা: ৭ এপ্রিলের অগ্রিম টিকিট বিক্রি শুরু গাজায় নিহত বেড়ে ৩২ হাজার ৪৯০ অ্যানেস্থেসিয়ার ওষুধ বদলানোর নির্দেশ স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঈদ কেনাকাটায় ক্রেতা বাড়ছে ব্র্যান্ড শপে বাঁচানো গেল না সোনিয়াকেও, শেষ হয়ে গেল পুরো পরিবার

সাংবাদিকতায় এগিয়ে যেতে হবে মেয়েদের: আবু সাঈদ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:৫০ পিএম, ১৮ সেপ্টেম্বর ২০১৯ বুধবার

সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটিতে সেমিনারে বক্তব্য দিচ্ছেন সাংবাদিক আবু সাঈদ খান।

সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটিতে সেমিনারে বক্তব্য দিচ্ছেন সাংবাদিক আবু সাঈদ খান।

সাংবাদিকতা পেশায় ঝুঁকি আছে, চাকরির অনিশ্চয়তাসহ আরও অনেক চ্যালেঞ্জ আছে জানিয়েছেন জ্যেষ্ঠ সাংবাদিক, লেখক ও গবেষক আবু সাঈদ খান বলেছেন, ‘এইসব প্রতিকূলতা ডিঙ্গিয়েই এ পেশায় মেয়েদের এগিয়ে যেতে হবে।’

আজ বুধবার সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটিতে এক সেমিনারে এসব কথা বলেন তিনি। রাজধানীর হাটখোলায় অবস্থিত বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের আয়োজনে ‘সাংবাদিকতার সমসাময়িক চর্চা : প্রেক্ষাপট বাংলাদেশশীর্ষক এই সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে আবু সাঈদ খান বলেন, ‘মিডিয়ায় এখন অনেক নারী সাংবাদিক কাজ করছে, তবে পুরুষের তুলনায় এ সংখ্যা অনেক কম। আজকের দিনে যে মেয়েরা সাংবাদিকতা বিষয়ে পড়ছে, অদূর ভবিষ্যতে তাদের মধ্য থেকেই অনেক বড় সাংবাদিক-সম্পাদক তৈরি হবে।

তিনি বলেন, ‘সাংবাদিকতার সঙ্গে ঐতিহাসিকভাবেই সমাজ বদলের আন্দোলন-সংগ্রাম জড়িত। এজন্যে যুগে যুগে সংবাদমাধ্যম নানা উপায়ে চাপের সম্মুখীন হয়েছে এবং সাংবাদিকেরা নিপীড়ন-হত্যার শিকার হয়েছেন। এই বৈরি পরিস্থিতির মধ্যেই সাংবাদিকরা নানা কৌশলে তাদের কাজ চালিয়ে গেছেন।

সেমিনারে আরও উপস্থিত ছিলেন- সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক ও চেয়ারপারসন সজীব সরকার, প্রভাষক হাসিনুস সাবাহ ও মাহমুদা আক্তার কণা, আইন বিভাগের শিক্ষক ব্যারিস্টার আফরিন ইসলাম, সারওয়ার আলম চৌধুরী ও ফারহান হক, সোশিওলজি অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের শিক্ষক প্রতিমা দেব ও তাসফিয়া তানজিম প্রমুখ।  এছাড়াও জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।