ঢাকা, শনিবার ২০, এপ্রিল ২০২৪ ১৬:২৭:৫১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হাসপাতালের কার্ডিয়াক আইসিইউ পুড়ে ছাই, রক্ষা পেল ৭ শিশু সবজির বাজার চড়া, কমেনি মুরগির দাম সারা দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি কৃষক লীগ নেতাদের গণভবনের শাক-সবজি উপহার দিলেন প্রধানমন্ত্রী চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৫ ডিগ্রি, হিট এলার্ট জারি শিশু হাসপাতালের আগুন সম্পূর্ণ নিভেছে

সারাদেশে ডেঙ্গু আক্রান্ত ৯৩ হাজার ১৭৭ জন

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৫৩ এএম, ১৯ অক্টোবর ২০১৯ শনিবার

এ বছর এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৯৩,১৭৭ জন। এরমধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৯১,৯১৩ জন। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইর্মাজেন্সী অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সহকারী পরিচালক ডা. আয়শা আক্তার এতথ্য জানান।

তিনি জানান, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত সর্বমোট ভর্তি রোগী ১,০১৮ জন। ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে সর্বমোট ভর্তি রোগী ৪১৯ জন। অন্যান্য বিভাগে বর্তমানে সর্বমোট ভর্তি রোগী ৫৯৯ জন।

তিনি জানান, গত ২৪ ঘন্টায় (১৭ অক্টোবর সকাল ৮টা থেকে ১৮ অক্টোবর  সকাল ৮টা পর্যন্ত) নতুন ভর্তি রোগীর সংখ্যা ১৭৮ জন। এরমধ্যে গত ২৪ ঘন্টায় ঢাকায় নতুন ভর্তি রোগী ৫৭ জন। ঢাকার বাইরে নতুন ভর্তি রোগী ১২১ জন।

এদিকে, রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউটে (আইইডিসিআর) ডেঙ্গুসন্দেহে ২৪৬ টি মৃত্যুর তথ্য প্রেরিত হয়েছে। তারমধ্যে আইইডিসিআর ১৫৮ টি মৃত্যু পর্যালোচনা সমাপ্ত করে ৯৮ টি মৃত্যু ডেঙ্গুজনিত বলে নিশ্চিত করেছে।