ঢাকা, শুক্রবার ২৯, মার্চ ২০২৪ ১৩:৪৯:০৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
টাঙ্গাইলে শাড়ি তৈরিতে ব্যস্ত সময় পার করছেন তাঁতীরা রমজানের অর্ধেকেও কমেনি মাছ ও মাংসের দাম সেতু থেকে খাদে পড়ে বাসে আগুন, নিহত ৪৫ রমজানের অর্ধেকেও কমেনি মাছ ও মাংসের দাম ঈদযাত্রা: ৮ এপ্রিলের ট্রেনের টিকিট পাওয়া যাচ্ছে আজ বিশ্বে প্রতিদিন খাবার নষ্ট হয় ১০০ কোটি জনের বাসায় পর্যবেক্ষণে থাকবেন খালেদা জিয়া

‘সূর্যতপা সুচিত্রা’: সংগ্রহে রাখার মত একটি বই

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:১৬ পিএম, ২৪ ফেব্রুয়ারি ২০১৯ রবিবার

‘সূর্যতপা সুচিত্রা’: সংগ্রহে রাখার মত একটি বই

‘সূর্যতপা সুচিত্রা’: সংগ্রহে রাখার মত একটি বই

`সুচিত্রা সেনের সিনেমা দেখে কাঁদেননি, বা কষ্টে চোখ লাল হয়নি, বাঙালি মধ্যবিত্ত পরিবারে এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। সিনেমাতে তার উপস্থিতি, সিনেমা শেষের পরও অনেকক্ষণ এক অচেতন রেশ রেখে যায় দেহ ও মনে। ভাবুন- বাবা মা ভাই বোন বা পরিবারের আরো অনেকে বসে এক সঙ্গে সিনেমা দেখছি, সুচিত্রা সেন কি এক অদ্ভুত জাদুবলে আলাদা করে দেয় সবাইকে, সময় থেকে নিয়ে যায় নিজ নিজ বৃত্তে, স্মৃতিতে। পারস্পরিক সম্পর্ককে অটুট রেখেই কি অবলীলায় আমাদের নিয়ে ঘুরে বেড়ান আমাদের নিজেদের মনোজগতে, সংকটে, সমাধানে; আমরা লজ্জা পাই না।’

আমাদের মধ্যবত্তি জীবন ও জীবন সংগ্রামে সুচত্রিা সেন অপরিহার্য। ঘর সংসার র্কমস্থল, ব্যক্তি জীবন-সবখানে সংঘাত এড়িয়ে, আপোষ না করে, কীভাবে নির্মোহ ও সরল জীবন ও সময় যাপন করা যায়; আমরা সুচত্রিা থেকে নতুন করে শিখেছি। 

অনেকে বলেন- এই মহানায়িকার অভিনয় আমাদের ব্যক্তি জীবনের অনেক জটিলতার সমাধান দেয়। প্রেম বা সম্পর্কের নানা প্রকরণে, অবসান ঘটায় সংশয়ের। ভেবেছি, এটি কি শুধুই গল্প, সংলাপ বা চিত্রনাট্যের কারসাজি? না। মনের মানুষের জন্য বুকের ভেতর যে অদৃশ্য সুতোর টান ও অনুভব- সুচিত্রার প্রকাশ, সেই মানুষের প্রতি রাগে বা বিরাগে, আরো বেশি মনোযোগি করে তোলে। তাই পর্দার মহানায়িকা বারবার ঘুরে ফিরে আসেন আমাদের মাঝে, সংসারের টানাপড়েনে, অভাব অনটনে। ভাবি, সংসারের প্রতিটি সম্পর্কের প্রতি ব্যক্তি ভাবনা বা প্রয়োগ কত গভীর হলে, তা পর্দার বাইরের মানুষকেও কাঁদাতে পারে অবলীলায়!

‘সূর্যতপা সুচিত্রা’-এই বইটি সুচিত্রা সেনকে নিয়ে একটি পূর্ণাঙ্গ গ্রন্থই বলা চলে।  দুই বাংলার খ্যাতিমান মানুষদের সহজ সরল ভাবনায় উঠে এসেছেন এই কিংবদন্তী নায়িকার নানাদিক নিয়ে। আলোচনা-পর্যালোচনা, তর্ক-বিতর্ক, স্মৃতি-অনুস্মৃতি- সবই আছে বইতে। পড়তে পড়তে মনে হবে সুচিত্রা সেনের সঙ্গে কথা বলছেন পাঠক একান্ত আলাপচারিতায়।

কলকাতা ও বাংলাদেশের খ্যাতিমান লেখক-কবি-সাংবাদিক ও সুচিত্রা সেনের শৈশব-কৈশরের বন্ধু, কর্মজীবনের বন্ধুদের নানা গল্প, আলোচনা, বিশ্লেষন। সুচিত্রা সেনের কিছু দূর্লভ আলোকচিত্র রয়েছে। সে সময় দেয়ালে সাটানো তার ছবির মূল পোস্টার রয়েছে। কিভাবে তখন এসব পোস্টার হতো, সে নিয়ে একটি তথ্যগল্প রয়েছে এই বইয়ে। 

বইটি সম্পাদনা করেছেন দেশের দুই মেধাবী সাংবাদিক উম্মুল ওয়ারা সুইটি ও প্রতীক ইজাজ। ব্যক্তিজীবনে তারা দু’জন খুব ভালো বন্ধু। সুইটি সাংবাদিক নেতা। ঢাকা সাংবাদকি ইউনয়নের র্বতমান কমটিরি কোষাধ্যক্ষ।

প্রতীক ইজাজ খুব ভালো গদ্য লিখেন। সাংবাদিকতার পাশাপাশি সংস্কৃতি, গণমূখী আন্দোলন ও মুক্তবুদ্ধিচর্চার নানাদিকে বিচরণ তাদের। এই বইয়ে সুচিত্রা সেনকে নিয়ে তারা নিজেরাও লিখেছেন।

‘সূর্যতপা সুচিত্রা’ প্রকাশ করেছে শুদ্ধপ্রকাশ। পাওয়া যাচ্ছে বাংলা একাডেমীর বইমলার ৩৯৮ নম্বর স্টলে। মূল্য ৩৫০ টাকা।  বইটির বহুল প্রচার কামনা করছি।