ঢাকা, শুক্রবার ১৯, এপ্রিল ২০২৪ ১০:৩৫:৩৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
তীব্র তাপপ্রবাহ, সতর্ক থাকতে মাইকিং ভারতের লোকসভা নির্বাচনের প্রথম ধাপ আজ শুরু জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই দেশ আরও উন্নত হতো টাইমের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় বাংলাদেশের মেরিনা নান্দাইলে নারী শ্রমিককে কুপিয়ে হত্যা তীব্র গরমে জনজীবনে দুর্ভোগ, বাড়ছে জ্বর-ডায়রিয়া

স্ত্রী-সন্তানসহ কোভিড-১৯ আক্রান্ত আর্মেনিয়ার প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:১৪ পিএম, ২ জুন ২০২০ মঙ্গলবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

স্ত্রী ও চার সন্তানসহ প্রাণঘাতী করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাসনিয়ান। ফেসবুক লাইভে নিজেই করোনা আক্রান্ত হওয়ার কথা জানিয়েছেন তিনি। আর্মেনিয়ার প্রধানমন্ত্রী জানিয়েছেন যে, তিনি নিজে এবং তার পরিবার করোনা আক্রান্ত তাই আপাতত বাড়ি থেকেই কাজ করবেন।

ভিডিও মেসেজে নিকোল পাসনিয়ান বলেন, তার করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ এসেছে। তার স্ত্রী ও চার সন্তান আক্রান্ত ওই ভাইরাসে। যদিও তার শরীরে এখনো পর্যন্ত কোনো উপসর্গ নেই, তাই বাড়ি থেকে যতটা সম্ভব কাজ করবেন।

আর্মেনিয়ায় এখনও পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা ৯ হাজার ৪৯২। মৃত্যু হয়েছে ১৩৯ জনের। সেদেশের স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, ১৮৬টি ইনটেনসিভ কেয়ার ইউনিটের মধ্যে মাত্র ৩২টি খালি আছে, সেটা খুব শীঘ্রই ভরে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে।

এর আগে করোনা আক্রান্ত হন রাশিয়ার প্রধানমন্ত্রী মিখেইল মিশুসতিন, ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। তবে এরই মধ্য তারা সুস্থ হয়েছেন।

-জেডসি