ডেঙ্গুতে এবার প্রাণ গেল নারী পুলিশ কর্মকর্তার
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১২:৪৭ পিএম, ৩১ জুলাই ২০১৯ বুধবার
ছবি: সংগৃহীত
ডেঙ্গুতে মৃত্যুর মিছিল থামছেই না। প্রাণঘাতি এই রোগ একের পর এক কেড়ে নিচ্ছে প্রাণ। এবার ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যুর মিছিলে যোগ হয়েছে পুলিশের একজন নারী উপপরিদর্শকের (এসআই) নাম। তার নাম কোহিনুর আক্তার নিলা।
বুধবার রাত সোয়া একটার দিকে রাজধানীর মোহাম্মদপুর সিটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান পুলিশের বিশেষ শাখায় (এসবি) কর্মরত কোহিনূর।
কোহিনুরের গ্রামের বাড়ি টাঙ্গাইলের ভুয়াপুরে। তার দেড় বছর বয়সী এক ছেলেসন্তান রয়েছে।
মোহাম্মদপুর সিটি হাসপাতালে দায়িত্বরত কর্মকর্তা বলেন, রাজারবাগ পুলিশ লাইন হাসপাতাল থেকে গত ২৯ জুলাই রাত নয়টায় কোহিনুরকে গুরুতর অবস্থায় হাসপাতালটিতে আনা হয়। এরপর থেকে থেকে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়। বুধবার রাত সোয়া একটার দিকে মারা যান তিনি।
-জেডসি
