ঢাকা, শনিবার ২০, ডিসেম্বর ২০২৫ ১৫:৫০:১৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

নবম ওয়েজবোর্ডের প্রজ্ঞাপন দুই মাস স্থগিত

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:০৮ পিএম, ৬ আগস্ট ২০১৯ মঙ্গলবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

নবম ওয়েজবোর্ডের গেজেট (প্রজ্ঞাপন) প্রকাশের ওপর দুই মাসের স্থিতাবস্থা বজায় রাখতে আদেশ দিয়েছেন হাইকোর্ট।মঙ্গলবার বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি মোহাম্মদ আলীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এই আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী ইউসুফ আলী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইয়াসমিন বেগম।

এর আগে সোমবার নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (নোয়াব) পক্ষ থেকে রিটটি করা হয়। ওই রিটের প্রাথমিক শুনানি শেষে আদালত আজ এই রায় দেন।

পরে আইনজীবী ইউসুফ আলী জানান, ওয়েজবোর্ডের গেজেট প্রকাশের ওপর দুই মাসের স্থিতাবস্থার আদেশ দিয়েছেন হাইকোর্ট। এ কারণে এ সময়ে নবম ওয়েজবোর্ডের গেজেট প্রকাশ করা যাবে না।

-জেডসি