ঢাকা, বৃহস্পতিবার ২৫, ডিসেম্বর ২০২৫ ১:০৫:৫৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

এবছর কোরবানির হাটে ডোনাল্ড ট্রাম্প!

অনলাইন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:১১ পিএম, ১০ আগস্ট ২০১৯ শনিবার

এবার হাটে উঠেছে  ‘ডোনাল্ড ট্রাম্প’ নামে এক বিশাল আকৃতির গরু। চাহনি আর গায়ের রঙের কারণেই নাকি মার্কিন প্রেসিডেন্টের নামে গরুটির নাম রাখা হয়েছে।  এক হাজার ২০০ কেজি ওজনের এই গরুটির দাম হাঁকা হচ্ছে ১৪ লাখ টাকা।

কেবল ট্রাম্পই নয়, এবারের কোরবানির হাটে আরও আছে টাইগার, মেসি, বস, মাফিয়া ডন, লাল বাহাদুর, প্রিন্সসহ নানা নামের গরু। ১৫ থেকে ৩৫ লাখ টাকায় বিক্রি হচ্ছে এ সব আকর্ষণীয় ও বাহারি নামের গরু।

ইজারাদার ও ব্যবসায়ীরা জানান, এবার হাটে পর্যাপ্ত গরু আছে। এর দুটি কারণ- প্রথমত, দেশে প্রচুর গরু উৎপাদন হয়েছে এবং দ্বিতীয়ত, দেশের বিশাল এলাকায় এবার বন্যা হয়েছে। সে কারণে ওইসব এলাকার মানুষ খাদ্য ও অবকাঠামোগত সমস্যায় গরু বিক্রি করে দিচ্ছেন। এর কারণে দামও তুলনামূলকভাবে কম।